মুম্বইয়ের আর্য বিদ্যামন্দিরের এক ছাত্র আদিপুরুষ দেখতে গিয়ে সঙ্গে করে নিয়ে যায় হনুমানের মূর্তি । সেই মূর্তি সামনের সিটে প্রতিষ্ঠা করেন এক দিদিমণি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।
১৬ জুন শুক্রবার মুক্তি পেয়েছে আদিপুরুষ । মুম্বইয়ের আর্য বিদ্যামন্দিরের ছোট ছোট ছাত্র-ছাত্রীরা আদিপুরুষ দেখতে যায় দিদিমণিদের সঙ্গে । এক ছাত্র হনুমানের একটি মূর্তি নিয়ে গিয়েছিল সিনেমাহলে । সিনেমা শুরুর আগে হনুমানের মূর্তি সামনের সিটে প্রতিষ্ঠা করেন এক দিদিমণি । ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।