' হঠাৎ দেখলাম রক্ত', ভয়ঙ্কর লড়াই ধেয়ে এসেছিল ইমরান হাসমির জীবনে! কী হয়েছিল একরত্তি সন্তানের?

Published : Jan 29, 2026, 01:30 PM IST
Imran hashmi

সংক্ষিপ্ত

' হঠাৎ দেখলাম রক্ত', ভয়ঙ্কর লড়াই ধেয়ে এসেছিল ইমরান হাসমির জীবনে! কী হয়েছিল একরত্তি সন্তানের?

বলিউড অভিনেতা ইমরান হাশমির জীবনে এমন এক সময় এসেছিল, যখন মাত্র ১২ ঘণ্টার মধ্যে সব কিছু ওলটপালট হয়ে যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সেই ভয়ংকর দিনের কথা ভাগ করে নিয়েছেন, যেদিন জানতে পারেন তাঁর ছোট ছেলে আয়ান ক্যানসারে আক্রান্ত। সেদিনটা ছিল একেবারে সাধারণ। পরিবার নিয়ে বসে পিৎজা খাচ্ছিলেন ইমরান। হঠাৎই নজরে আসে, আয়ানের মূত্রে রক্ত। প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও পরে দ্রুত ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

পরীক্ষা করানোর পর চিকিৎসকেরা জানান, আয়ান ক্যানসারে আক্রান্ত। এই খবর শোনার পর ইমরানের জীবন যেন থমকে যায়। তিনি বলেছেন, কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর ভাবনা, কাজ, ভবিষ্যৎ—সবকিছু বদলে গিয়েছিল। একজন অভিনেতা থেকে তিনি তখন শুধুই হয়ে উঠেছিলেন এক চিন্তিত বাবা। এরপর শুরু হয় দীর্ঘ লড়াই। হাসপাতাল, চিকিৎসা, কেমোথেরাপি—সব মিলিয়ে ভয়ানক সময়ের মধ্যে দিয়ে যেতে হয় পরিবারকে। প্রায় পাঁচ বছর ধরে চলা এই কঠিন সংগ্রামের পর আজ আয়ান সম্পূর্ণ সুস্থ। 

ইমরান জানান, এই অভিজ্ঞতা তাঁকে জীবনের আসল মানে বুঝিয়েছে। জনপ্রিয়তা বা সাফল্যের থেকেও পরিবারের গুরুত্ব যে অনেক বেশি, তা তিনি তখন উপলব্ধি করেন। সেই সময়ের অনুভূতি নিয়েই তিনি পরে একটি বইও লেখেন। ইমরান হাশমির এই গল্প শুধু একজন অভিনেতার নয়, বরং একজন বাবার সাহস, ধৈর্য আর ভালোবাসার লড়াইয়ের কাহিনি।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

Read more Articles on
click me!

Recommended Stories

শাহরুখকে আটকালেন নিরাপত্তারক্ষীরা, কী করলেন অভিনেতা? ভাইরাল হল ভিডিও
দ্বৈত চরিত্রে চমক দিতে প্রস্তুত রণবীর সিং, ভাইরাল হল ‘ধুরন্ধর ২’-এর পোস্টার