শুক্রবার মুক্তি পেয়েছে সানি অভিনীত 'গদর ২' । প্রথম দিনেই ছক্কা হাঁকিয়েছে অনিল শর্মা পরিচালিত ছবিটি। সৎ দাদার সেই সাফল্য উদযাপন করতে বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করলেন এষা দেওল ।
শুক্রবার মুক্তি পেয়েছে সানি অভিনীত 'গদর ২' । প্রথম দিনেই ছক্কা হাঁকিয়েছে অনিল শর্মা পরিচালিত ছবিটি। প্রথম দিনেই ছবিটি আয় করল ৪০ কোটি। সৎ দাদার সেই সাফল্য উদযাপন করতে বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করলেন এষা দেওল । সেখানে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রীর বোন অহনা দেওল এবং স্বামী বৈভব বোহরা । উপস্থিত ছিলেন ববি দেওলও ।