তিন দিনে ‘কঙ্গুয়া’ ছবির আয় ৪২ কোটি, রেকর্ড গড়ল ববি দেওল অভিনীত ছবিটি

Published : Nov 17, 2024, 11:50 AM IST
kanguva box office collection day 1

সংক্ষিপ্ত

অ্যাকশন ফিল্ম ‘কঙ্গুয়া’ মুক্তির পর বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছে। মাত্র তিন দিনে ৪২ কোটি টাকা আয় করে ছবিটি নতুন রেকর্ড গড়েছে। সূর্য অভিনীত এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল।

অ্যাকশন ফিল্ম ‘কঙ্গুয়া’ মুক্তি পেতে না পেতেই গড়ল রেকর্ড। ছবিতে খলনায়কের চরিত্রে দেখা গিয়েছে ববি দেওলকে। অ্যানিম্যাল ছবির সাফল্যের পর একের পর এক ছবি আসছে বলি দেওলের হাতে। কেরিয়ারের সময়টা ভালোই যাচ্ছে বলা চলে। অ্যানিম্যাল-র সাফল্যের পর এল ‘কঙ্গুয়া’। আর এই ছবিটিও সুপার ডুপার হিট বলা চলে।

শিভা দ্বারা পরিচালিত দক্ষিণী ছবি ‘কঙ্গুয়া’ প্রযোজনা করেছে স্টুডিও গ্রীন। ‘কঙ্গুয়া’ মাত্র তিন দিনে আয় করবে ৪২ কোটি টাকা।

‘কঙ্গুয়া’ ছবিটি তামিল, হিন্দি, তেলেগু, কন্নড়, মালায়ালম ভাষায় মুক্তি পেয়েছে। প্রথম দিনে ‘কঙ্গুয়া’ আয় করেছে ২৪ কোটি। তামিল ভাষায় আয় ১৪.৯ কোটি, হিন্দি ভাষায় আয় ৩.৫ কোটি, তেলেগু ভাষায় আয় ৫.৫ কোটি, কন্নড় ভাষায় আয় ৩ লক্ষ, মালায়লাম ভাষায় আয় ৭ লক্ষ টাকা।

দ্বিতীয় দিয়ে ‘কঙ্গুয়া’ ছবির আয় ৯.২৫ কোটি। তামিল ভাষায় আয় ৪.৬১ কোটি, হিন্দি ভাষায় আয় ২.৪ কোটি, তেলেগু ভাষায় আয় ২.২ কোটি, কন্নড় ভাষায় আয় ৩ লক্ষ, মালায়লম ভাষায় আয় ১ লক্ষ।

তৃতীয় দিনে ‘কঙ্গুয়া’ ছবিটি আয় করলে ৯.৫০ কোটি। সব মিলিয়ে ছবিটির তিন দিনে আয় ৪২.৭৫ কোটি টাকা।

সব মিলিয়ে ছবিটি গড়ল রেকর্ড। এই ছবির ক্যামেরাওয়ার্ক ও এডিটিং প্রশংসিত হয়েছে সর্বত্র। দৃশ্যায়ন ও ছবি তৈরির পদ্ধতি ছাপ ফেলেছে। এছাড়া, ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকটিও নজর কেড়েছে সকলের। ‘কঙ্গুয়া’ ছবিটি সূর্যের কেরিয়ারের অন্যতম ছবি। সব মিলিয়ে ছবিটি গড়ল রেকর্ড।  ছবিতে নজর কেড়েছেন ববি দেওল। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

কে এই মল্লিকা প্রসাদ? রানী মুখার্জির মর্দানি ৩-এর নতুন ভিলেন ‘আম্মা’কে দেখলে চমকে যাবেন
দিশা পাটানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এক পাঞ্জাবি গায়ক! কে এই তালবিন্দর?