নিতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তারকার ঢল নেমেছিল । দেশ ও বিদেশের একঝাঁক তারকাকে এই অনুষ্ঠানে দেখা যায় ।
নিতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তারকার ঢল নেমেছিল । দেশ ও বিদেশের একঝাঁক তারকাকে এই অনুষ্ঠানে দেখা যায়, এসেছিলেন শাহরুখ খান, গৌরী খান, সলমন খান, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, করিনা কাপুর,করণ জোহর, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং । এছাড়াও এসেছিলেন গৌর গোপাল দাস , উদ্ধব ঠাকরে ও অন্যান্যরা । হ্যাজেল কিচ, সাগরিকা ঘাটগের সঙ্গে হাজির ছিলেন যুবরাজ সিং ।