বুধবার কার্গিল বিজয় দিবসে মুক্তি পেল 'গদর ২' ছবির ট্রেলার । গদর ২ নিয়ে আশাবাদী সানি দেওল । তিনি জানান এই সিনেমা সকলকে বিনোদন দেবে ।
মুম্বইয়ের জুহুতে অনুষ্ঠানিক ভাবে মুক্তি পেল গদর ২' ছবির ট্রেলার । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানি দেওল, আমিশা প্যাটেল, অনিল শর্মা প্রমুখ। গদর ২ নিয়ে আশাবাদী সানি দেওল । তিনি জানান এই সিনেমা সকলকে বিনোদন দেবে । ১১ই আগস্ট মুক্তি পাবে 'গদর ২' ।