বাঙালির বারো মাসে তোরো পর্বনের মধ্যে অন্যতম বড় উৎসব হল দোলযাত্রা উৎসব। ছোট থেকে বড় এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন । বলিউডের একাধিক তারকারা হোলির উৎসবে মেতে ওঠেন । তবে সেই তালিকায় মোটেই নাম নেই জন আব্রাহাম। হোলির রং বিন্দুমাত্র গায়ে লাগাতে চান না জন। কারণ অভিনেতার মতে হোলির দিন রঙের উৎসব হলেও সুযোগের সদ্ব্যবহার করে অকারণে অযাচিতভাবে মহিলাদের ছোঁয়ার চেষ্টা করেন অনেকে।