Published : Mar 07, 2023, 09:33 AM ISTUpdated : Mar 07, 2023, 10:59 AM IST
৭ মার্চ দোলযাত্রা উৎসব। ধুমধাম করে পালিত হচ্ছে হোলি উৎসব। বাঙালির দোল আর অবাঙালির হোলি, রঙের উৎসবে মেতে ওঠেন সকলেই। দোলের এই রঙে মানুষ এতটাই রঙিন হয়ে ওঠে, যে চেনা মানুষকেও চিনতে কষ্ট হয়ে যায়। তবে বলিউডের এই তারকারা রং লাগাতে মোটেই পছন্দ করেন না।
বাঙালির বারো মাসে তোরো পর্বনের মধ্যে অন্যতম বড় উৎসব হল দোলযাত্রা উৎসব। ছোট থেকে বড় এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন । বলিউডের একাধিক তারকারা হোলির উৎসবে মেতে ওঠেন । তবে সেই তালিকায় মোটেই নাম নেই জন আব্রাহাম। হোলির রং বিন্দুমাত্র গায়ে লাগাতে চান না জন। কারণ অভিনেতার মতে হোলির দিন রঙের উৎসব হলেও সুযোগের সদ্ব্যবহার করে অকারণে অযাচিতভাবে মহিলাদের ছোঁয়ার চেষ্টা করেন অনেকে।
25
বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক রণবীর সিং রং থেকে বরাবরই দূরে থাকেন। কোনওদিনই রং খেলতে পছন্দ করেন না। কারণ অভিনেতার ওসিডি রয়েছে। এই কারণেই রঙের দিন গায়ে রং লাগাতে না পসন্দ অভিনেতার।
35
বলি অভিনেত্রী করিনা কাপুর খান আগে হোলি খেলতেন। তবে দাদু রাজ কাপুরের মৃত্যুর পর থেকে হোলি খেলা পুরোপুরি বন্ধ করে দিয়েছেন করিনা কাপুর খান।
45
বলিউডের চকোলেট বয় রণবীর কাপুর একদমই রং ও হোলির জল পছন্দ করেন না। তাই হোলির দিন রং থেকে দূরে থাকেন অভিনেতা। এই কারণে কখনওই তাকে হোলি পার্টিতে দেখা যায় না।
55
বলিউডের অন্যতম জনপ্রিয় প্রযোজক-পরিচালক যিনি কিনা সর্বদাই আনন্দে মেতে থাকেন সেই করণ জোহর ছোটবেলা থেকে রং খেলতে ভীষণ ভালবাসতেন। তবে আজ থেকে ১০ বছর আগে হোলির দিন ডিম ছুড়ে মারা হয়েছিল করণকে। তারপর থেকে হোলি খেলা বন্ধ করে দিয়েছেন করণ জোহর।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।