অনুরাগীদের জন্য গান গাইলেন বলিউড তারকা টাইগার শ্রফ। সোশ্যাল মিডিয়ায় সেই গানের ভিডিও শেয়ার করেছেন টাইগার।
অনুরাগীদের জন্য গান গাইলেন বলিউড তারকা টাইগার শ্রফ। সোশ্যাল মিডিয়ায় সেই গানের ভিডিও শেয়ার করেছেন টাইগার। মজার ছলে কৃতী শ্যানন, লিখেছেন, 'আমি ভেবেছিলাম তুমি আমাকে গানটা উৎসর্গ করেছো।' টাইগারের গানের প্রশংসা করেছেন কিংবদন্তি বক্সার এম সি মেরি কম। টাইগারের অনুরাগীরাও এই গান শুনে উচ্ছ্বসিত।