৫৭-তে পা দিলেন বাদশা, আজ শাহরুখ খান-এর জন্মদিন, মায়ানগরীতে যেন উৎসব!

আজ মায়ানগরীতে যেন উৎসব। ফুল, কার্ড, কেক নিয়ে হাজির হয়েছেন সমর্থকরা। এক ঝলক তাঁকে দেখতে দূর দূর থেকে আসছেন ভক্তরা। মন্নতের সামনে রাত থেকে শুরু হয়েছে জমায়েত। আজ শাহরুখ খান-এর জন্মদিন।

আজ মায়ানগরীতে যেন উৎসব। ফুল, কার্ড, কেক নিয়ে হাজির হয়েছেন সমর্থকরা। এক ঝলক তাঁকে দেখতে দূর দূর থেকে আসছেন ভক্তরা। মন্নতের সামনে রাত থেকে শুরু হয়েছে জমায়েত। আজ শাহরুখ খান-এর জন্মদিন। ৫৭-তে পা দিলেন বাদশা। প্রতীক্ষার অবসান, ভক্তদের ধন্যবাদ জানাতে তাঁর বাড়ির ছাদে উপস্থিত হলেন শাহরুখ খান। সঙ্গে তার পুত্র আব্রাম। হাত নাড়িয়ে সকল দর্শকদের অভিনন্দন জানালেন বাদশা। সকাল থেকে ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে সকলেই শুভেচ্ছা জানাচ্ছে বাদশাকে। তাঁর দীর্ঘ আয়ু কামনা করছেন সকলে। 

05:25'মমতা সারা ভারতে জঙ্গি ঢোকানোর ঠিকা নিয়েছে' সইফের উপর বাংলাদেশীর আক্রমনে মন্তব্য শুভেন্দুর04:05পুষ্পা 2 দেখতে এসে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু, গ্রেফতার আল্লু অর্জুন09:08Mithun Chakraborty : 'কালো বলে কত অপমান...' 'দাদাসাহেব ফালকে' পুরস্কার নিয়ে চোখে জল মিঠুনের01:54Mithun Chakraborty : ফুটপাথ থেকে 'মহাগুরু' 'দাদাসাহেব ফালকে' পুরস্কার পেয়ে কি বললেন মিঠুন, দেখুন01:43R G Kar Protest :'ভয়াবহ অবস্থা! বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না' আর জি কর কাণ্ডে গর্জে উঠলেন মিঠুন02:03আর জি করে চিকিৎসক মৃত্যুর ঘটনায় গর্জে উঠলেন আয়ুষ্মান, দেখুন কী বললেন তিনি05:06শাহরুখ, মমতা থেকে রজনীকান্ত, দেখে নিন কে কে এলেন অনন্ত-রাধিকার বিয়েতে04:10Anant Radhika Wedding : জন সেনা-ধোনি-রজনীকান্ত, অনন্ত-রাধিকার বিয়েতে চাঁদের হাট21:32ভন্সালি শুনেই বলেছিলেন মানুষ এই গানটা পছন্দ করবেন : বর্ণালী চট্টোপাধ্যায়02:25Shah Rukh Khan : ঈদের দিন মান্নতের বাইরে হাজার হাজার মানুষের ভিড়, হাত নেড়ে অভিবাদন শাহরুখ খানের
Read more