আজ মায়ানগরীতে যেন উৎসব। ফুল, কার্ড, কেক নিয়ে হাজির হয়েছেন সমর্থকরা। এক ঝলক তাঁকে দেখতে দূর দূর থেকে আসছেন ভক্তরা। মন্নতের সামনে রাত থেকে শুরু হয়েছে জমায়েত। আজ শাহরুখ খান-এর জন্মদিন।
আজ মায়ানগরীতে যেন উৎসব। ফুল, কার্ড, কেক নিয়ে হাজির হয়েছেন সমর্থকরা। এক ঝলক তাঁকে দেখতে দূর দূর থেকে আসছেন ভক্তরা। মন্নতের সামনে রাত থেকে শুরু হয়েছে জমায়েত। আজ শাহরুখ খান-এর জন্মদিন। ৫৭-তে পা দিলেন বাদশা। প্রতীক্ষার অবসান, ভক্তদের ধন্যবাদ জানাতে তাঁর বাড়ির ছাদে উপস্থিত হলেন শাহরুখ খান। সঙ্গে তার পুত্র আব্রাম। হাত নাড়িয়ে সকল দর্শকদের অভিনন্দন জানালেন বাদশা। সকাল থেকে ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে সকলেই শুভেচ্ছা জানাচ্ছে বাদশাকে। তাঁর দীর্ঘ আয়ু কামনা করছেন সকলে।