
অভিনেত্রী শ্রীলেখা মিত্রের নিরাপত্তা সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তাঁর বাড়ির সামনের সব পোস্টার ব্যানার সরিয়ে ফেরা নির্দেশ দিল আদালত। এদিন অভিনেত্রীর আইনজীবী বলেন, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে কটূক্তিমূলক পোস্টার বেহালার বাড়ির বাইরে টাঙানো হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও তাঁর ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। অভিনেত্রীর আইনজীবী শামীম আহমেদ বলেন, আমি একজন সমাজকর্মী হিসেবে কিছু বিষয়ের বিরুদ্ধে আওয়াজ তোলায় আমাতে সামাজিক বয়কট করা হচ্ছে।
এদিন বিচারপতি রায় দিল শ্রীলেখার হয়ে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেষ দেন-
শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে লাগানো সমস্ত পোস্টার অবিলম্বে সরাতে হবে।
কলকাতা পুলিশকে নজরদারির নির্দেশ দিয়ে বলা হয়েছে, ভবিষ্যতে এরকম পোস্টার টাঙালে তা দ্রুত মুছে ফেলতে হবে।
সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর বিরুদ্ধে মানহানিকর কনটেন্ট থাকলে সেটাও রিমুভ করতে হবে।
এই মামলায় মেটা ইন্ডিয়া ইনক-কে পক্ষভুক্ত করতে হবে।
যদি নতুন কোনও ঘটনা ঘটে, তা এক সপ্তাহের মধ্যে আদালতে জানাতে হবে।
আগামী ২৪ নভেম্বরের মধ্যে সব পক্ষকে হলফনমা জমা দিতে হবে।
মামলা ডিসেম্বর মাসের মান্থলি লিস্টে শুনানি জন্য রাখা হবে।
আদালতের রায়ের পর নিজেই সুখবর শেয়ার করেন। তিনি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানান, আমি জিতেছি কালকের হিয়ারিং-এ। আমার নৈতিক জয় হয়েছে এটা বলতে পারি আমি। এক্কেবারেই তাই। এদিকে জানা গিয়েছে, ২৪ নভেম্বরের মধ্যে সমস্ত ঘটনা ও অভিযোগের ভিত্তিতে তদন্তের বিষয়নিয়ে পুলিশকে আদালতে হলফনামা জমা দিতে হবে। তাঁর বাড়ির বাইরে আসে পাশে যাতে কোনও অশোভনীয় পোস্টারিং না থাকে তা স্থানীয় পুলিশকে সুনিশ্চিত কররার আদেশ দিয়েছে কোর্ট। পরবর্তী শুনানি হবে ডিসেম্বর মাসে।