রইল বলিউডের সেরা ১০টি ছবির তালিকা, সব সময় দর্শকদের মনে আনন্দ দিয়েছে ছবিগুলো

Published : Aug 18, 2025, 11:08 AM IST

রইল হাসি-কান্না, প্রেম-বন্ধুত্ব, সবকিছু মিলিয়ে সেরা বলিউড ছবির তালিকা। বড়ে মিঞা ছোটে মিঞা থেকে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, সবই এই তালিকায়। দেখে নিন এক ঝলকে

PREV
15

বড়ে মিঞা ছোটে মিঞা

অমিতাভ বচ্চন, গোবিন্দা ও রবিনা টন্ডন অভিনীত এই ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে। ডেভিড ধাওয়ান পরিচালনি করেছিলেন ছবিটি। আজও বলিউডের সেরা ছবির তালিকায় স্থান পায় ছবিটি।

হেরা ফিরি

২০০০ সালে মুক্তি পেল হেরা ফিরি। অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়াল অভিনয় করেছিলেন ছবিটি। কমেডি ধরানা এই ছবি ব্যাপক হিট করেছিল।

25

মুন্না ভাই এমবিবিএস

২০০৩ সালে মুক্তি পাওয়া মুন্না ভাই এমবিবিএস ছবির সাফল্য আলাদা করে বলার অপেক্ষা রাখে না। রাজকুমার হিরানি পরিচালিত ছবিটি এতটাই সফল হয়েছিল যে পর পর সিক্যোয়েল মুক্তি পায়। ছবির প্রধান চরিত্রে দেখা যায় সঞ্জয় দত্ত, আরশদ ওয়ার্শিকে।

পার্টনার

২০০৭ সালে মুক্তি পেয়েছিল পার্টনার। ডেভিড ধাওয়ান পরিচালনা করেছিল ছবিটি। সলমন খান, লারা দত্ত, গোবিন্দা, ক্যাটরিনা অভিনয় করেন প্রধান চরিত্রে।

35

চাক দে ইন্ডিয়া

২০০৭ সালে মুক্তি পায় চাক দে ইন্ডিয়া। শাহরুখ খান অভিনয় করেছিলেন প্রধান চরিত্রে। এই ছবিটি স্পোর্টস ড্রামা ছবি। মহিলা হকি টিমের গল্প নিয়ে তৈরি ছবিটি।

দিল চাহাতা হ্যায়

২০০১ সালে মুক্তি পায় দিল চাহাতা হ্যায়। ফারহান আখতার পরিচালিত এই ছবি। প্রীতি জিন্টা, আমির খান, সইফ আলি খান ছিলেন ছবিতে।

45

থ্রি ইডিয়টস

তিন বন্ধুর গল্প নিয়ে তৈরি থ্রি ইডিয়টস। ২০০৯ সালে মুক্তি পায় ছবিটি। রাজকুমার হিরানি পরিচালিত ছবির প্রধান চরিত্রে ছিলেন আমির খান, আর মাধবন, শারমন জোশি

জিন্দেগি না মিলেগি দোবারা

২০১১ সালে মুক্তি পায় জিন্দেগি না মিলেগি দোবারা। তিন বন্ধুর গল্প নিয়ে তৈরি এই ছবি। ব্যাচেলর ট্রিপ নিয়ে তৈরি এই ছবি। কমেডি, ইমোশন, বন্ধুত্ব, প্রেম সব আছে এই ছবিতে।

55

দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে

১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে। শাহরুখ খান, কাজল অভিনীত এই ছবি। এই ছবির সাফল্য কতটা তা আলাদা করা বলার অপেক্ষা রাখে না।

দেবদাস

২০০২ সালে মুক্তি পায় দেবদাস। রোম্যান্টিক এই ছবি দেখেননি এমন কেউ খুঁজে পাওয়া দায়। এই ছবি ব্যাপক সফল হয়েছিল। শাহরুখ খান, ঐশ্বর্য, মাধুরীর এই ছবির গল্প থেকে গান সবই সফল হয়েছিল।

Read more Photos on
click me!

Recommended Stories