ঠোঁট ফুলে ঢোল, মুখ লাল- উরফির ঠোঁটে কী হল? উদ্বেগ প্রকাশ অনুরাগীদের

Published : Jul 21, 2025, 11:42 AM ISTUpdated : Jul 21, 2025, 03:15 PM IST
urfi javed

সংক্ষিপ্ত

উরফি জাভেদের ঠোঁট ফুলে যাওয়ায় অনুরাগীরা উদ্বিগ্ন। তিনি সম্প্রতি ঠোঁটের ফিলার্স সরানোর চেষ্টা করেছিলেন এবং এই পদ্ধতিটি বেদনাদায়ক বলে জানিয়েছেন। তিনি আবার ফিলার্স ব্যবহার করবেন, তবে ভিন্ন কৌশলে।

DID YOU KNOW ?
উত্তম কুমারের আসল নাম?
উত্তম কুমারের আসল নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়।

নানা রকম পোশাক পরে বারে বারে খবরে আসেন উরফি। কখনও সেফটিপিন দিয়ে পোশাক বানান তো কখনও প্লাস্টিকের দ্রব্য দিয়ে পোশাক বানান। এবারও খবরে নায়িকা। তবে, এবার বিষয়টি খানিক ভিন্ন। এবারও খবরে এলেন উরফি। তবে, এবার আকর্ষণ তাঁর পোশাক নয়। বরং এবার তাঁর মোটা ঠোঁট নজর কাড়ল সকলের। 

উরফির ঠোঁট দেখে উদ্বিগ্ন হল তাঁর অনুরাগীরা। সদ্য ভাইরাল হল উরফির একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, তাঁর ঠোঁট ফুলে গিয়েছে। মুখ পুরো লাল হয়ে গিয়েছে। এমন ছবি ভাইরাল হতেই সকলের কপালে চিন্তার ভাঁজ। 

কিছুদিন আগে উরফি এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি ঠোঁটে ফিলার্স ব্যবহার করেছেন। বোটক্সের ব্যবহার নিয়েও কথা বলেছিলেন তিনি। বিষয়টি নিয়ে রাখঢাক না করেই কথা বলেছেন উরফি। এখানেই শেষ নয়। ফিলার্স সরিয়ে ফেলার পদ্ধতিতেই নাকি অঘটন ঘটে উরফির সঙ্গে। একটি ভিজিও শেয়ার করে সে কথা জানান নায়িকা।

রবিবার একটি ভিডিও ইনস্টাগ্রামে দিয়েছেন উরফি। লিখেছেন, এটা ফিলার্স নয়। আমি ফিলার্সটা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি, কারণ সবটা নষ্ট হয়ে গিয়েছিল। পর আবার ফিলার্স ব্যবহার করব, কিন্তু আর সূঁচ ফুটিয়ে নয়। ফিলার্স সরিয়ে ফেলার এই পদ্ধতি খুবই যন্ত্রণাদায়ক। তবে সব সময়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই এই পদ্ধতি অবলম্বন করা উচিত।

শনিবার ফিলার্স সরিয়ে ফেলার আগেও উরফি একটি ছবি দিয়েছেন। লিখেছেন, ফিলার্স সরিয়ে ফেলছি। বিশ্বাস করতে পারছি না। মাত্র ১৮ বছর বয়স থেকে আমি ফিলার্স ব্যবহার করছি। নিজেকে ফিলার্স ছাড়া দেখিনি কত দিন। এক সপ্তাহের মধ্যে আবার লিপ ফিলার্স করিয়ে নেব। তবে, এবার আরও সূক্ষ্ম কৌশল ব্যবহার করব।

সব মিলিয়ে খবরে নায়িকা। এবার নিজের চেহারা নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে বিপাকে পড়লেন নায়িকা। এবার নিজের চেহারার কারণে খবরে এলেন নায়িরা। তাঁর ঠোঁট নজর কাড়ল সকলের। ঠোঁট নিয়ে খবরে এলেন উরফি। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

Read more Articles on
click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য