গাছের পাতা, শিকড়, ঘাস দিয়ে তৈরি পোশাক পরেন উরফি। এই পোশাকের পরিকল্পনা নিল রানাউতের । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর পোশাক।
নিত্যনতুন নানারকম উদ্ভট পোশাক পরেন উরফি জাভেদ। এবার তাঁকে দেখা গেল গাছের বিভিন্ন অংশ দিয়ে তৈরি পোশাক পরতে। গাছের পাতা, শিকড়, ঘাস দিয়ে তৈরি পোশাক পরেন উরফি। তবে এই পোশাকের পরিকল্পনা উরফির নয়। নিল রানাউত এই পোশাকের পরিকল্পনা করেন। সেই পোশাকই পরেছেন উরফি। ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর পোশাক।