সম্পূর্ণ অন্য পোশাকে দেখা গেল উরফি জাভেদকে। এবার তিনি টি-ব্যাগের তৈরি পোশাক পরে তাক লাগালেন ভক্তদের ।
অভিনয়ের থেকে পোশাকের জন্যই আলোচনায় থাকেন উরফি । নিন্দের ঝড় উঠলেও দমার নন তিনি। এবার সম্পূর্ণ অন্য পোশাকে দেখা গেল উরফি জাভেদকে। এবার তিনি টি-ব্যাগের তৈরি পোশাক পরে তাক লাগালেন। ক্যাপশানে তিনি লিখেছেন, "হ্যালো ফ্রেন্ডস, চাই পিলো।" যদিও অনেকেই উরফিকে ট্রোল করেছেন।