শরীর দেখিয়েই শিরোনামে থাকেন উরফি, কন্ট্রোভার্সি কুইনের শিক্ষাগত যোগ্যতা কী জানেন

নিত্য-নতুন পোশাকের জন্য হামেশাই বিতর্কে জড়ান উরফি জাভেদ। ফ্যাশন স্টেটমেন্টে যেভাবে নিত্যদিন ঝড় তুলছেন অনেকেই ভাবেন তিনি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়েছেন, কিন্তু আদতে তা নয়, শিক্ষাগত যোগ্যতায় কতটা এগিয়ে উরফি, জানলে চমকে যাবেন।

 

Web Desk - ANB | Published : Jan 12, 2023 12:41 PM
110

উরফি জাভেদকে নিয়ে চর্চা যেন থামবার নয়। কোনও না কোনও কারণে তিনি শিরোনামে থাকবেন। বিগ বস ওটিটির প্রতিযোগী উরফি জাভেদকে নিয়ে চর্চা চলেই আসছে। গত বছর বিগ বস ওটিটি-তে অংশ নেওয়ার পর থেকেই লাইমলাইটে রয়েছেন উরফি জাভেদ। 
 

210

সোশ্যাল মিডিয়ায় অ্যাটেনশন এতটুকুও হাতছাড়া করতে রাজি নন উরফি। প্রতিদিন হাল ফ্যাশনে ভক্তদের পাগল করে দিচ্ছেন উরফি। কখনও পাথর, কখনও ব্লেড, কখনও সুতো দিয়ে নিজেকে জড়িয়ে নেন উরফি। আর তারপরই শুরু হয়ে যায় চর্চা।

310

নিত্য-নতুন পোশাকের জন্য হামেশাই বিতর্কে জড়ান উরফি জাভেদ। উরফি জাভেদকে নিয়ে চর্চা যেন থামবার নয়। কোনও না কোনও কারণে তিনি শিরোনামে থাকবেন। ফ্যাশন স্টেটমেন্টে যেভাবে নিত্যদিন ঝড় তুলছেন অনেকেই ভাবেন তিনি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়েছেন, কিন্তু আদতে তা নয়।

410

পোশাক নিয়ে এতটাই কাটাছেড়া করেন যে অনেকেই মনে করেন তিনি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়েছেন। তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই নেটদুনিয়ায়। তবে শিক্ষাগত যোগ্যতায় কতটা এগিয়ে উরফি তা জানতে মুখিয়ে রয়েছেন ভক্তরা।
 

510

আদতে দিল্লির মেয়ে উরফি জাভেদ। সিটি মন্তেসরি স্কুল থেকে পড়াশোনা করেছেন বলি ফ্যাশনিস্তা। নিজের পোশাক নিজেই ডিজাইন করে সকলকে তাক লাগিয়ে দেন ফ্যাশনিস্তা। আর তারপর থেকেই শুরু হয়ে যায় সমালোচনা।
 

610

উরফির উন্মুক্ত শরীর মুহূর্তে ঝড় তোলে পুরুষ হৃদয়ে। লখনউয়ের আমেঠি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী লাভ করেছেন উরফি জাভেদ।  তবে বরাবরই ফ্যাশনের প্রতি বেশি ঝোঁক ছিল উরফির।

710

মাস কমিউনিকেশন নিয়েই পড়াশোনা করেছেন উরফি জাভেদ। এরপর দিল্লির এক ফ্যাশন স্টুডিওতে ইন্টার্ন হিসেবে কাজ করেছেন উরফি জাভেদ। তারপর থেকেই যেন পোশাক নিয়ে আরও বেশি সাহসী হয়ে উঠেছেন ফ্যাশনিস্তা।

810

বর্তমানে উরফি ফ্যাশন মডেল হয়ে উঠেছেন জেনওয়াইদের। নিজের পোশাকই শুধু নয়, সাহসী পোশাকের জন্যও চর্চায় থাকেন উরফি জাভেদ। কাউকেই পরোয়া করেন না ফ্যাশনিস্তা। নগ্নতাই যেন উরফির সাফল্যের মূল মন্ত্র।

910

উন্মুক্ত শরীর দেখিয়ে হামেশাই রাস্তায় বেরিয়ে পড়েন উরফি। জামাকাপড় শরীরে না রাখাটাই যেন ফ্যাশন স্টেটমেন্ট। ভক্তদের নজর কাড়তেই নিত্যদিন এমন উদ্ভট ফ্যাশনে সকলকে চমকে দিচ্ছেন উরফি জাভেদ।

1010


ভক্তদের কীভাবে কনফিউজড করা যায় তা উরফির চেয়ে ভাল আর কেউ জানে না। হামেশাই ভক্তদের অ্যাটেনশন কাড়তে উদ্ভট ফ্যাশনে নিজেকে মেলে ধরেন উরফি।  ফ্যাশনিস্তাকে দেখে ছিঃছিক্কারে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos