স্তনের সঙ্গে লেপটে রয়েছে সূক্ষ্ম অলঙ্কার, উদ্ভট পোশাকে দেখা গেল উরফি জাভেদকে । মুম্বইয়ের এই ফ্যাশনিস্তার নতুন রূপ দেখে গভীর দীর্ঘশ্বাস ছাড়ছেন ভক্তরা।
ডিজিটালে ফ্যাশনের দুনিয়ায় বরাবরই আলোচনার বিষয় হল উরফি জাভেদের পোশাক। এবারও উদ্ভট পোশাকে দেখা গেল এই হিরোইনকে । উরফি জাভেদের আধো ঢাকা শরীরে তোলপাড় নেট দুনিয়া। মুম্বইয়ের এই ফ্যাশনিস্তার নতুন রূপ দেখে গভীর দীর্ঘশ্বাস ছাড়ছেন ভক্তরা। সমালোচকরাও ইন্সটাগ্রামে মন্তব্য করার সুযোগ ছাড়ছেন না।