বরাবরের মতো এবারও নিজের পোশাকের দরুন খবরে এলেন উরফি জাভেদ। তবে, এবার খোলামেলা পোশাক নয়, বরং এবার তাঁর পুরো শরীর ঢেকেছেন অদ্ভুত এক পোশাকে।
বরাবরের মতো এবারও নিজের পোশাকের দরুন খবরে এলেন উরফি জাভেদ। তবে, এবার খোলামেলা পোশাক নয়, বরং এবার তাঁর পুরো শরীর ঢেকেছেন অদ্ভুত এক পোশাকে। বেলুনের মতো দেখতে এই পোশাক। যা পরে বানিয়েছেন রিল। গোলাপী রঙের সে পোশাক। তাঁকে রয়েছে নীল রঙের বিশেষ নকশা। ছবিতে শুধু মুখ দেখা যাচ্ছে তাঁর।