সাদা শার্ট আর নীল ট্র্যাক প্যান্টে অগোছালো লুকে বরুণ ধাওয়ান। গাড়ি থেকেই নেমেই দুই পকেটে হাত দিয়ে পোজ দিলেন পাপারাৎজিদের জন্য। চোখে রইল কালো চৌকো রোদচশমা।
সাদা শার্ট আর নীল ট্র্যাক প্যান্ট, চিরাচরিত 'সেক্সি' পুরুষের লুকে অগোছালো বরুণ ধাওয়ান। গাড়ি থেকেই নেমেই দুই পকেটে হাত দিয়ে পোজ দিলেন পাপারাৎজিদের জন্য। চোখে রইল কালো চৌকো রোদচশমা। মুম্বইয়ের জুহুতে নভেম্বরের রোদ্দুরে ধরা দিলেন উৎসাহী জনতার ক্যামেরায়, তারপর প্রত্যেকের খোঁজখবর নিয়ে গাড়ির ভেতর বসেই জানালেন স্যালুট।