সদ্য মুক্তি পেয়েছে ‘জরা হটকে, জরা বঁচকে’। ছবির সাফল্য নজর কেড়েছে সকলের। ছবির প্রমোশনে মুম্বইয়ের একটি সিনেমা হলে ভিকি-সারা।
সদ্য মুক্তি পেয়েছে 'জরা হটকে, জরা বঁচকে' । ছবির সাফল্য নজর কেড়েছে সকলের। ছবির গল্প থেকে ভিকি-সারার কেমিস্ট্রি নজর কেড়েছে সকলের।
সারা-ভিকির ম্যাজিক প্রভাব ফেলল দর্শক মহলে । বুধবার ছবির প্রমোশনে মুম্বইয়ের একটি সিনেমা হলে ভিকি-সারা । সেখানে তারা একসঙ্গে গানও গায় ।