গণেশ চতুর্থী উপলক্ষ্যে মুম্বইয়ের লালবাউগচা রাজার মন্দিরে ভিকি কৌশল । মুম্বইয়ের এক অতি জনপ্রিয় গণেশ মূর্তি এটি। বলিউড অভিনেতা ভক্তি ভরে আশীর্বাদ নিলেন গণপতির।
মুম্বইয়ে প্রতি বছর ধুমধাম করে পালিত হয় গণেশ পুজো । তারকা থেকে সাধারণ মানুষ প্রত্যেকে মেতে উঠে গণপতির আরাধনায় । গণেশ চতুর্থী উপলক্ষ্যে মুম্বইয়ের লালবাউগচা রাজার মন্দিরে ভিকি কৌশল । মুম্বইয়ের এক অতি জনপ্রিয় গণেশ মূর্তি এটি। বলিউড অভিনেতা ভক্তি ভরে আশীর্বাদ নিলেন গণপতির। ভিকিকে দেখে অনুরাগীরা সেলফির আবদার করে । সেলফির আবদার মেটান ভিকি কৌশল ।