আগামী ২ জুন মুক্তি পেতে চলেছে ‘যারা হাটকে জারা বাচকে’। মুক্তি পেল ছবির ট্রেলার। রূপোলি পর্দায় প্রথমবার জুটি বাঁধলেন সারা আলি খান ও ভিকি কৌশল ।
আগামী ২ জুন মুক্তি পেতে চলেছে ‘যারা হাটকে জারা বাচকে’। মুক্তি পেল ছবির ট্রেলার । রূপোলি পর্দায় প্রথমবার জুটি বাঁধলেন সারা আলি খান ও ভিকি কৌশল । ঢোল বাজিয়ে ছবির প্রোমোশন করেন ভিকি । এই দিন ঢোলে তালে সারা ও ভিকিকে নাচতেও দেখা যায় । এভাবে তারা প্রোমোশনের সঙ্গে উদযাপন করলেন ট্রেলার লঞ্চ অনুষ্ঠান । এক মধ্যবিত্ত পরিবারের দম্পতির কাহিনি নিয়ে তৈরি ‘যারা হাটকে জারা বাচকে’। ছবিটি যে কমেডি ছবি তা বলার অপেক্ষা রাখে না। কমেডি ঘরানারা এই ছবি দর্শক মনে কতটা ছাপ ফেলে এখন তারই অপেক্ষা।