টুপি থেকে ট্রাউজার সবই কালো, ভিন্ন লুকে বিমানবন্দরে হাজির ভিকি কৌশল, ভাইরাল হল ছবি

Published : Feb 11, 2025, 02:27 PM IST

বলিউড অভিনেতা ভিকি কৌশল বর্তমানে তার আসন্ন ছবি -র প্রচারে ব্যস্ত। এরই মধ্যে ভিকি কৌশলকে অল-ব্ল্যাক লুকে মুম্বই বিমানবন্দরের বাইরে দেখা গেল। দেখে নিন ছবিগুলো।

PREV
15

ভিকি কৌশল 'ছাওয়া' ছবির প্রচারে ব্যস্ত।

25

ভিকি কৌশলকে অল-ব্ল্যাক লুকে বিমানবন্দরে দেখা গেল।

35

ভিকি পাপারাজ্জিদের পোজ দিলেন। ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

45

ভিকি নতুন ছবিতে নিজের চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন বলে শোনা যাচ্ছে।

55

'ছাবা' ছবিটি ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে।

click me!

Recommended Stories