ভাইরাল ইন্ডিয়াল আইডল খ্যাত অরুণিতার বেবি বাম্পের ছবি, সত্যিই কি মা হতে চলেছেন?

Published : Oct 23, 2024, 05:33 PM IST
arunita kanjilal

সংক্ষিপ্ত

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অরুণিতার বেবি বাম্পের ছবি ঘিরে তোলপাড়। বিয়ের আগেই কি মা হতে চলেছেন ইন্ডিয়ান আইডল খ্যাত গায়িকা? তাঁর টিম জানালো ছবিটি ভুয়ো এবং এআই দ্বারা তৈরি।

সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভাইরাল ইন্ডিয়ান আইডল খ্যাত অরুণিতার ছবি। তা এক ঝলক দেখলেই আপনি বুঝতে পারবেন তিনি গর্ভবতী। যা দেখে চমক পেয়েছেন তাঁর সকল ভক্ত। নিশ্চয়ই ভাবছেন এতে আবার চমক পাওয়ার কি আছে? আসলে, এখনও বিয়ে করেননি অরুনিতা। তাই বিয়ের আগে গর্ভবতী হওয়ার খবরে প্রকাশ্যে আসতেই চমক পেলেন সকলে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, বেবিবাম্প ফ্রন্ট করেছেন তিনি। যা দেখে নেটিজেনরা অবাক হয়ে গিয়েছ।

এখন প্রশ্ন সত্যিই কি তিনি গর্ভবতী। ভাইরাল হওয়া ছবি নিয়ে মুখ খুলল তার টিম। সকলের উদ্দেশ্যে জানানো হয়েছে, অরুণিতা কোনও ছবি পোস্ট করেননি। তিনি মোটেও প্রেগনেন্ট নন। আর এই ধরনের কোনও পোস্টও করেননি। এই সমস্ত ছবি ভুয়ো। এআই দ্ূারা তা বানানো হয়েছে বলে দাবি।

এদিকে ইন্ডিয়ান আইডল ১২-তে গিয়ে খ্যাতি পান। তার ট্যালেন্ট নজর কাড়ে সকলের। সেখান থেকে খ্যাতি পান অরুনিতা। আবার বিজেপি নেতা পবনদীপের সঙ্গে নাম জড়িয়েছিল আরুণিতার। শোনা যায় তাঁরা সম্পর্কে আছেন। এই নিয়ে মুখ খোলেন অরুণিতা। তিনি জানান, তাঁরা শুধুই বন্ধু। বাকিটা রটনা।

ইন্ডিয়ান আইডস ১২-র প্রতিযোগী ছিলেন অরুণিতা কাঞ্জিলাল। তিনি বিজয়ী হন নি ঠিকই তবে শো-তে সকলের নজর কাড়েন। তাঁর গানের দক্ষতা মুগ্ধ করেছিল সকলকে। ব্যক্তিগত জীবন থেকে গান- সব নিয়ে প্রায়শই খবরে আসেন অরুণিতা। এবার তাঁর একটি ছবি তৈরি করল খবর। ছবিতে দেখা যাচ্ছে তিনি গর্ভবতী। বিয়ে না করে কী করে গর্ভবতী হলেন তা নিয়ে উঠল প্রশ্ন।

 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?