
লাইভ পারফরম্যান্সের মাঝে মহিলা ভক্তকে চুম্বন করে বিতর্কে জড়ান উদিত নারায়ন। তিনি বলেছিলেন, তিনি ভক্তের আবদার মেটাতেই নাকি চুমু খেয়েছেন। এতে অশালীন কিছু ছিল না। এই বিতর্কের মাঝে খবরে এলেন গুরু রন্ধভার। ভাইরাল হল এই পঞ্জাবি গায়কের পুরনো ভিডিও।
তবে, গুরু রন্ধভার এমন কাজ করেছেন ভেবে বসবেন না। ভাইরাল হওয়া এই ভিডিও-তে আকাশ পাতাল তফাত।
উদিত নারায়নের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, স্টেজে গান গাইছিলেন উদিত নারায়ন। সেলফি তুলতে আসে এক মহিলা ভক্ত। তাঁকে দেখে স্টেজে বসে যায় উদিত নারায়ন। সে সময় সেই ভক্ত উদিত নারায়নের গালে চুম্বন করেন। সেই সুযোগ নিয়ে সেই মহিলা ভক্তের ঠোঁটে চুম্বন করেন উদিত নারায়ন।
এদিকে পঞ্জাবি গায়ক গুরু রন্ধভার ভিডিওটি সম্পূর্ণ আলাদা। সেখানে দেখা যায় গুরু রন্ধভার গান গাওয়ার সময় এক মহিলা ভক্ত সেলফির আবদার করেন। সেই আবদার মেটাতে আসেন গায়ক। সেই সময় ভক্ত চুম্বন করতে দূরে সরে যায় গুরু রন্ধভার। এই ভিডিওটিও ঝড়ের গতিতে ভাইরাল হয়। যা দেখে সাধুবাদ জানিয়েছেন ভক্তরা।
গুরু রন্ধভার ও উদিত নারায়নের তুলনা করেছেন অনেকে। কেউ সোশ্যাল মিডিয়ায় লেখেন ভক্তের পাগলামিকে গুরুত্ব দেওয়া উচিত নয়। আবার কেউ লেখেন, উনি সরে গিয়েছেন। সত্যিই দারুণ ব্যাপার। আবার একজন লেখেন, উদিতজি এই ভিডিওটা থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত। গুরু রন্ধাভাকে সব সময় ভালোবাসা। আপনাকে অনেক ভালোবাসি। আবার একজন লেখেন, দুই ক্ষেত্রেই মহিলা ভক্তরা আগে এগিয়ে এসেছেন। সেক্ষেত্রে একজন নিজেকে সরিয়ে নিয়েছেন অন্যজন পালটা সেই কাজ করেছেন।
এদিকে উদিত নারারায়নের এমন কাজের সাফাই তিনি নিজেই দিলেন। তিনি বলেন, তিনি ভক্তের ইচ্ছা পূরণ করতে এমন কাজ তিনি করেন। তিনি নাকি নিপাট ভদ্র লোক। তাঁকে ঘিরে কোনও আলোচনাই বৃথা। সে যাই হোক, মহিলা ভক্তকে চু্ম্বন করে খবরে উদিত নারায়ন।