সুকুমার রায়ের 'সৎপাত্র' উপস্থাপনা করলেন বিদ্যা, সঙ্গী রাজেশ শর্মা, শেখালেন কে?

বিদ্যা বালন ও রাজেশ শর্মার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তারা সুকুমার রায়ের সৎপাত্র কবিতা আবৃত্তি করছেন। বিদ্যার ভাঙা বাংলা উচ্চারণ এবং রাজেশের মজার অভিব্যক্তি দর্শকদের মন জয় করেছে। এই ভিডিওটি বিদ্যা নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেছেন।

‘শুনতে পেলাম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গা রামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে…।’ সুকুমার রায়ের সৎপাত্র শোনা গেল বিদ্যা বালনের গলায়। বিদ্যার ভাঙা বাংলা আর রাজেশ শর্মার দুরন্ত এক্সপ্রেশন নজর কাড়ল সকলের। সদ্য বিদ্যা বালনের চ্যানেল থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিদ্যার সঙ্গে আড্ডা দিচ্ছেন রাজেশ। রাজেশ শর্মা হঠাৎ বলেন, তিনি বিদ্যার মুখ থেকে সুকুমার রায়ের সৎপাত্র কবিতাটা শুনতে চান। সঙ্গে সঙ্গে বিদ্যা বলেন, কবিতাটি অনেক দিন আগে তাঁকে শেখিয়েছিলেন রাজেশ শর্মাই। ভিডিওতে দেখা যাচ্ছে রাজেশ ভুল করে কবিতার নাম সুপাত্র বলে ফেলেন। কিন্তু, তৎক্ষণাত সঠিক নাম করে।

 

Latest Videos

 

ভিডিওতে দেখা গেল একটি লাইন রাজেশ শর্মা বলছেন অপরটি বলছেন বিদ্যা। একটু আধো অথচ ভালভাবে বুঝতে পারার মতোই উচ্চারণ শোনা গেল বিদ্যার মুখে। এভাবে কবিতাটা বললেন বিদ্যা ও রাজেশ। যা দেখে হেসে কুটিকুটি দর্শকেরা। মুহূর্তে এই ভিডিও হল ভাইরাল। নিজের ইন্সটাগ্রামে এই ভিডিও পোস্ট করেছেন বিদ্যা। ভিডিওতে দেখা যাচ্ছে সারা শার্ট ও হালকা নীল রঙের ট্রাউজার পরেছেন রাজেশ শর্মা। আর বিদ্যা পরেছেন কালো টপ ও নীল জিন্স। এই কয়েক মিনিটে ভিডিও দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বেশ মজা করেছেন তাঁরা। যা মুহূর্তে নজর কাড়ল সকলের। তেমনই বিদ্যা বালনের সুকুমার রায়ের সৎপাত্র উপস্থাপনা প্রশংসিত হয়েছে সকলের দ্বারা। মুহূর্তে দর্শকদের থেকে প্রচুর ভালোবাসা পেয়েছেন নায়িকা বিদ্যা বালন।

 

Share this article
click me!

Latest Videos

খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ