
মহাকুম্ভের জল 'বিষাক্ত'। লক্ষ লক্ষ মানুষের স্নান করার জন্য বা মল, মূত্র ত্যাগ করার জন্য অত্যন্ত দূষিত হয়ে গিয়েছে এই জল। এমনই একটি রিপোর্টে পেশ করেছে দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। কিন্তু এই দাবি মানতে একেবারেই রাজি নন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।
তাঁর মতে, "কুম্ভের জল এতটাই পবিত্র ও শুদ্ধ যে তা পান করলেও কোনও ক্ষতি হবে না"। এবার এই দাবি নিয়েই প্রশ্ন তুলেছেন গায়ক বিশাল দাদলানি। বলতে গেলে যোগীকে একেবারে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিশাল।
এই সংক্রান্ত একটি খবর সমাজ মাধ্যমে শেয়ার করে বিশাল লিখেছেন, " স্যর, নিন্দুকদের কথায় একেবারেই কান দেবেন না। আমরা আপনাকে বিশ্বাস করি। দয়া করে আপনি নিজেই নদী থেকে সরাসরি এই সুস্বাদু পানীয় জল তুলে পান করুন এবং ক্যামেরাবন্দি করুন সেই দৃশ্য।"
এ ছাড়াও বিশাল আরও একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, " আপনি যদি আমাশয়, কলেরা, কৃমি— এই সব কিছুর আশঙ্কা না করেন, তা হলে বুঝতে হবে আপনি বিশেষ ক্ষমতাধারী। দয়া করে আপনি এগিয়ে যান এবং এই নর্দমায় নিজে ও পরিবারকে নিয়ে ডুব দিন।"
এর আগেও মহাকুম্ভের পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে জোর সমালোচনা করেছিলেন বিশাল। বিশালের বক্তব্য ছিল,রায়না ও রণবীর ইলাহাবাদিয়ার বিরুদ্ধে সরব হওয়ার সময় রয়েছে মানুষের কিন্তু পদপিষ্টের ঘটনায় তেমন প্রতিক্রিয়া নেই কারও।"
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।