অপারশক্তি খুরানা। এই মুহূর্তে বলিউডে অল্টারনেটিভ সিনেমায় এক জনপ্রিয় নাম। বিশেষ করে অভিনয় দক্ষতায় এখন অপারশক্তি জায়গা করে নিয়েছেন আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাওদের পাশে। জুবলি নিয়ে কলকাতায় আড্ডা দিলেন অপারশক্তি।
বিনোদ দাস একজন ক্লার্ক। শ্রীকান্ত রায়-এর প্রোডাকশন হাউসে কাজ করে। কিন্তু, সে অভিনেতা হতে চায়। একদিন সুযোগও এসে যায়। শ্রীকান্ত রায়-এর হাত ধরে বিনোদ দাস হয়ে ওঠেন মদন কুমার। বোম্বে চলচ্চিত্র জগতের এক বেতাজ বাদশা। কিন্তু খ্যাতি থাকলে তার বিড়ম্বনাও থাকে, তার ধ্বংসও থাকে। কোন পথে এগোয় জুবলির এই কাহিনি, তা জানতে অবশ্যই নজর রাখতে হবে ওয়েব সিরিজে। আর এই মদন কুমারের চরিত্রে যিনি অভিনয় করছেন সেই অপারশক্তি খুরানা কলকাতায় বসে দিলেন জুবলি নিয়ে আড্ডা। যেখানে উঠে এল অনেক কিছু।