আয় ছাপিয়ে গেল কুলি ও পুষ্পা-র মতো ছবিকে, জেনে নিন ১০ দিনে কত আয় করল ‘ধুরন্ধর’

Published : Dec 15, 2025, 03:21 PM IST
Dhurandhar Box office Records

সংক্ষিপ্ত

রণবীর সিং অভিনীত স্পাই-থ্রিলার 'ধুরন্ধর' ৫ ডিসেম্বর মুক্তির পর থেকেই বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মিত এই ছবিটি প্রথম সপ্তাহান্তেই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে, মাত্র দশ দিনে বিশ্বব্যাপী ৩৫১.৭৫ কোটি টাকা আয় করেছে। 

৫ ডিসেম্বর থেকে বলিউড জুড়ে শুধুই ‘ধুরন্ধন’-র জয়ধ্বনি। রণবীর সিং এবং অক্ষয় খান্নার ছবি 'ধুরন্ধর' ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। মুক্তির পর থেকেই ছবিটি বক্স অফিসে তোলপাড় সৃষ্টি করেছে। ছবিটি প্রথম সপ্তাহান্তেই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছিল। আর এখন মুক্তির ১০ দিনেও ধামাকা করেছে।

'ধুরন্ধর' ছবিটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি। এই ছবিতে রণবীর সিং একজন আন্ডারকভার গুপ্তচরের ভূমিকায় অভিনয় করছেন। এটি একটি অ্যাকশন, স্পাই-থ্রিলার ছবি। যা করাচিতে সন্ত্রাসবাদী নেটওয়ার্ক ধ্বংস করার জন্য পাঠানো এক গোপন এজেন্টের জীবনের উপর ভিত্তি করে তৈরি। ছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন আদিত্য ধর। এতে রণবীর সিং-এর পাশাপাশি অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, সৌম্যা ট্যান্ডন, সারা অর্জুন এবং আর. মাধবন প্রধান ভূমিকায় রয়েছেন।

'ধুরন্ধর' মুক্তির প্রথম দিনে ২৮ কোটি টাকা, দ্বিতীয় দিনে ৩২ কোটি, তৃতীয় দিনে ৪৩ কোটি, চতুর্থ দিনে ২৩.২৫ কোটি, পঞ্চম দিনে ২৭ কোটি, ষষ্ঠ দিনে ২৭ কোটি, সপ্তম দিনে ২৯.৪০ কোটি এবং অষ্টম দিনে ১৯.৭৭ কোটি টাকার ব্যবসা করেছে। নবম দিনে প্রায় ৯.৬৭ কোটি টাকা আয় করেছে। নবম দিনে ছবিটির হিন্দি বক্স অফিস দখল করেছিল ৪৫.৩৯%। এর সাথে, ভারতে ছবিটির মোট কালেকশন ২৩৯.৪২ কোটি টাকায় পৌঁছেছে। বিশ্বজুড়ে ছবিটি ৩৫৭.২৫ কোটি টাকা সংগ্রহ করেছে। দশম দিনে ভাঙল সকল রেকর্ড। এদিকে রবিবার অর্থাৎ দশম দিনে শুধু ৫৯ কোটি আয় করেছে। দ্বিতীয় সপ্তাহের দোড়গোড়ায় এসে ছবির আয় ১৪৪.৫০ কোটি টাকা। আর দশ দিনে ছবি আয় বিশ্ব বাজারে ৩৫১.৭৫ কোটি টাকা। খুব শীঘ্রই ছবিটি পা রাখতে চলেছে ৫০০ কোটির ঘরে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে