Allu Arjun: 'পুষ্পা ২' এর প্রিমিয়ারে গিয়ে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু! আটক আল্লু অর্জুন

সংক্ষিপ্ত

'পুষ্পা ২' এর প্রিমিয়ারে গিয়ে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু! আটক আল্লু অর্জুন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। এবার সেই ঘটনায় আটক করা হল আল্লু অর্জুনকে ৷ গ্রেফতারের পর চিক্করপল্লি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে অভিনেতাকে ৷ 

নিজের বাড়ি থেকেই এদিন গ্রেফতার করা হয়েছে অভিনেতা আল্লু অর্জুনকে। জানা গিয়েছে, সন্ধ্যা থিয়েটারে মহিলার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার মামলা বাতিলের জন্য ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা ৷

Latest Videos

৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা ২ ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন অভিনেতা ৷ ছবিটির প্রথম শো দেখার জন্য অনুরাগীদের ঢল নামে থিয়াটর জুড়ে। আর সেখানেই ঘটে বিপত্তি।  প্রিমিয়ারে দর্শকদের প্রতিক্রিয়া দেখতে প্রেক্ষাগৃহে যান  আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা ৷ 

অভিনেতাকে এক ঝলক দেখতে  বাঁধভাঙা উত্তেজনায় ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ৷ দেখতে দেখতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ৷ এদিন ভিড়ের মধ্যে পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার।

শুধু মহিলাই নয় গুরতর জখম হন তাঁর ছেলে।  এরপরই মামলা দায়ের করা হয় আল্লু অর্জুনের বিরুদ্ধে।  এই ঘটনায় ছবি নির্মাতা মাইথিরির মুভি মেকার্স ও আল্লু অর্জুনের টিম শোকপ্রকাশ করে ৷ 

এ প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে জানানো হয় যে নিহত মহিলার পরিবারের পাশে দাঁড়াবে টিম পুষ্পা ৷ পরে  নিহতের পরিবারকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে পুষ্পা-র টিম ৷

Share this article
click me!

Latest Videos

'জীবন বদলে দিয়েছে মুদ্রা যোজনা' মোদীর সামনেই কান্নায় ভেঙে পড়লেন মহিলা | PM Modi Mudra Yojana
SSC Case News: রাষ্ট্রপতির কাছে এ কী আবেদন চাকরি হারাদের? দেখুন কী বলছেন তাঁরা