প্রয়াত হলেন আদিত্য চোপড়া, উদয় চোপড়ার মা পামেলা চোপড়া । শাহরুখ, হৃতিক থেকে অমিতাভ বচ্চন, শোক জানাতে এলেন গোটা বলিউড ।
প্রয়াত হলেন আদিত্য চোপড়া, উদয় চোপড়ার মা পামেলা চোপড়া । পামেলা চোপড়া বিগত ১৫ দিন ভর্তি ছিলেন মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে | বৃহস্পতিবার সকালে সেখানেই প্রয়াত হন তিনি | চোপড়া ভিলায় শোক জানাতে এসেছিলেন শাহরুখ খান, হৃতিক রোশন, অমিতাভ বচ্চন, অভিযেক বচ্চন, শ্রদ্ধা কাপুর, রণবীর-দীপিকা সহ বলিউডের একাংশ ।