Yearender 2022: প্রেম ভাঙা থেকে নয়া প্রেমের গুঞ্জন, ২০২২ সাল জুড়ে চর্চায় রয়েছেন দিশা পাটানি

Published : Dec 30, 2022, 06:32 AM IST

দিশা পাটানিকে নিয়ে চর্চা হবে না এমন দিন প্রায় হাতে গোনা। আবারও পেজ থ্রি-র শিরোনামে চলে এলেন বলিউডের চর্চিত নায়িকা দিশা পাটানি। টাইগারের সঙ্গে দীর্ঘদিনের প্রেম ভাঙা থেকে নয়া প্রেমের সম্পর্ক গুঞ্জনে ২০২২ সাল জুড়ে চর্চায় রয়েছেন দিশা পাটানি।

PREV
111


বলিউডের প্রেমের কেচ্ছা যেমন দীর্ঘ, তেমনই ব্রেক-আপও প্রতিনিয়ত হয়েই চলেছে। একের পর এক বিচ্ছেদের খবরে তোলপাড় বি-টাউন। বলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে বিচ্ছেদ হয়েছে দিশা পাটানি ও টাইগার শ্রফের। এই খবর প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়েছে। 
 

211


ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, দুজনেই  প্রেমে ইতি টেনেছেন। দীর্ঘ  ৬ বছরের সম্পর্ক ছেড়ে কেন ভাঙলেন টাইগার ও দিশা  তা নিয়ে কানাঘুষো চলছে জোরকদমে। তার ব্রেক আপের  আসল কারণ জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা।  
 

311

অন্যদিকে বিচ্ছেদের জল্পনার মধ্যে দিশার নতুন বন্ধুকে নিয়ে চর্চা শুরু হয়েছে জোরকদমে। নতুন বন্ধু আলেকজান্ডার ইলিকের সঙ্গে সময় একাধিকবার সময়  কাটাতে দেখা গেছে দিশা পাটানি। 

411

সম্প্রতি কালো রঙের বিকিনি পরে রোদ পোহাতে দেখা গেছে দিশাকে, সেখানেও তার সঙ্গী আলেকজান্ডার। খালি গায়ে সানবাথ নিচ্ছেন আলেকজান্ডার, এবং কালো বিকিনি পরে তার পাশে এসে বসলেন দিশা। আলেকজান্ডার বলছেন, রোদ পুড়ে যাচ্ছেন, তখন দিশাও তার কথায় সম্মতি জানায়। ভাইরাল এই ভিডিও নিয়ে চর্চা বেড়েই চলেছে।  

511

কিছুদিন আগেও দিশাকে ডিনার ডেটেও দেখা গিয়েছিল আলেকজান্ডারের সঙ্গে। এবং কানাঘুষোতে শোনাও যাচ্ছে আলেকজান্ডারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দিশা। অভিনেত্রীর ইনস্টা পোস্ট থেকেই জল্পনা বাড়ছে। দুজনের সম্পর্কের রসায়ন যে বেশ গাঢ় তা ভিডিওতেই স্পষ্ট ধরা পডে়ছে। 
 

611


২০২২ সাল জুড়ে কখনও হট বিকিনি পরে, কখন মিরর সেলফিতে বোল্ড পোজ দিয়ে কিংবা সম্পর্ক গুঞ্জন নিয়ে বারেবারে শিরোনামে উঠে এসেছেন দিশা পাটানি। অভিনেত্রীর ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই একের পর এক ছবি ভিডিওতে চোখ আটকে যাচ্ছে। 

711


নতুন বন্ধু আলেকজান্ডারের সঙ্গে সম্পর্ক নিয়ে যদিও এখনও শিলমোহর দেননি দিশা। তবে তাদের প্রেমের গুঞ্জন এখন সকলের মুখে মুখে। কে এই আলেকজান্ডার।  আলেকজান্ডার ইলিক হলেন একজন অতি পরিচিত মডেল ও অভিনেতা। দিশা পাটানির সঙ্গে একগুচ্ছ প্রজেক্টে কাজ করেছেন আলেকজান্ডার। 

811


সূত্র থেকে জানা গিয়েছে কাজ করতে গিয়েই সম্পর্কের শুরু। তবে দুজনেই মুখে কুলুপ এঁটেছেন রিলেশন নিয়ে। দিশার মতো সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ মডেল অভিনেতা আলেকজান্ডার। সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দিশা ও আলেকজান্ডার।

911

দিশা পাটানি ভারতের সবচেয়ে বেশি সার্চ করা অভিনেত্রীদের মধ্যে একজন। সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড অ্যাক্টিভ দিশা। ৪৫.৮ মিলিয়ন ফলোয়ার রয়েছে দিশার। একের পর এক হট ফোটোশ্যুটে রাতের ঘুম কেড়ে নিয়েছেন দিশা পাটানি। 
 

1011

পারফেক্ট ফিগার , ফিটনেস ফ্রিক-এর তকমা যেন লেগে গেছে দিশা পাটানির সঙ্গে । বিকিনি লুক হোক কিংবা ছেঁড়া ফাটা অন্তর্বাসে পোজ, শরীরী উষ্ণতায় তাবড় তাবড় বলি অভিনেত্রীদের টেক্কা দিচ্ছেন দিশা পাটানি।  বলিউডে অভিনয়ে নয় বরং দিশা পাটানির শরীরী প্রদর্শন নিয়ে সরগরম পেজ থ্রির পাতা। 

1111

হট ফোটোশুটে  বোল্ডনেসের ডবল ডোজ বাড়িয়ে চলেছেন দিশা। ফ্ল্যাট অ্যাবস-টোনড ফিগারে লাস্যময়ীকে দেখার জন্য মুখিয়ে রয়েছে ভক্তেরা । শীঘ্রই সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে 'যোদ্ধা' ছবিতে দেখা যাবে বলিউডের বিকিনি গার্ল দিশা পাটানিকে। সম্প্রতি ছবির শুটিংও শেষ করেছেন অভিনেত্রী। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories