সম্প্রতি কালো রঙের বিকিনি পরে রোদ পোহাতে দেখা গেছে দিশাকে, সেখানেও তার সঙ্গী আলেকজান্ডার। খালি গায়ে সানবাথ নিচ্ছেন আলেকজান্ডার, এবং কালো বিকিনি পরে তার পাশে এসে বসলেন দিশা। আলেকজান্ডার বলছেন, রোদ পুড়ে যাচ্ছেন, তখন দিশাও তার কথায় সম্মতি জানায়। ভাইরাল এই ভিডিও নিয়ে চর্চা বেড়েই চলেছে।