Published : Dec 29, 2022, 01:11 PM ISTUpdated : Dec 29, 2022, 01:13 PM IST
২০১৯ সালে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২' -দিয়ে বলিউডে ডেবিউ করেন অনন্যা পান্ডে। তারপর থেকে শিরোনামে রয়েছেন অনন্যা। মাদক বিতর্ক হোক বা বিকিনি ছবি, বছরভর পেজ থ্রি-র শিরোনামে অনন্যা পান্ডে।
চাঙ্কি পান্ডের মেয়ে সর্বদাই থাকেন খবরের শিরোনামে। বলিপাড়ার স্টারকিডদের নিয়ে উত্তেজনার পারদ সর্বদাই তুঙ্গে থাকে। তাদের ব্যক্তিগত জীবন জানার জন্যই মুখিয়ে থাকেন ভক্তরা। সেই তালিকায় রয়েছেন অনন্যা পান্ডে।
210
২০১৯ সালে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২' -দিয়ে বলিউডে ডেবিউ করেন অনন্যা পান্ডে। দেখতে দেখতে ৪ বছর হয়ে গেল বলিউডে পা রেখেছেন চাঙ্কি কন্যা। তবে যতটা না অভিনয়ে সুনাম অর্জন করেছেন তার চেয়ে সেক্সি ফিগারের জন্য সমালোচিত হয়েছেন অনন্যা।
310
বি-টাউনের কিউট এবং হটনেসের তকমাও রয়েছে অনন্যার। বলিউডে ৪ বছর কাটালেও এখনও পর্যন্ত পর্দায় কোনও ছাপ রাখতে পারেন না। হিটের চেয়ে ফ্লপের সংখ্যাটাই বেশি রয়েছে অনন্যার ঝুলিতে। তবে স্টারকিড হওয়ার কারণে সর্বদাই চর্চা চলছে অনন্যাকে নিয়ে। বিশেষত পোশাকের জন্য সকলের নজর কাড়ছেন অনন্যা পান্ডে।
410
২০২১ সালে মাদককান্ডে আরিয়ান খানের সূত্র ধরেই শিরোনামে উঠে এসেছিলেন অনন্যা পান্ডে। আচমকাই বাড়িতে এনসিবি হানা, দফায় দফায় জিজ্ঞাসাবাদ,ইডি-র জেরা , নেটিজেনদের কটাক্ষ আরও কত কি সামলাতে হয়েছিল অনন্যাকে। তবে ২০২২ সালেও সেই ঝড় বয়ে গেছে অনন্যার উপর দিয়ে।
510
মাদক বিতর্কে কয়েকদিন আগেই আরিয়ানের সঙ্গে ফের নাম জড়িয়েছিল অনন্যার। একের পর এক জেরার মুখে পড়েছেন বলিউডের স্টারকিড অনন্যা পান্ডে। যদিও সমালোচনাকে পাত্তা না দিয়ে দিব্যি খোশমেজাজে রয়েছেন অনন্যা পান্ডে।
610
অনন্যা পান্ডে ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা কিডসের মধ্যে অন্যতম। অভিনয়ে কোনও ছাপ না রাখলেও তিনি অবশ্যই তার ফ্যাশন সেন্স দিয়ে মানুষকে মুগ্ধ করেছেন। সম্প্রতি বিকিনি শ্যুট করে সবাইকে চমকে দিয়েছেন অনন্যা।
710
অনন্যা প্রায়শই তার মেদহীন চেহারা দিয়ে নেটিজেনদের চমকে দেয়। এবারও তেমনটাই করেছেন। য দেখার পর থেকেই চোখ সরাতে পারছেন না ভক্তরা। চাঙ্কি কন্যার সেক্সি আদায় ঘুম উড়েছে ভক্তদের। তবে কিছু মানুষ যেমন অনন্যার ফিগারের প্রশংসা করছেন, অন্যদিকে কিছু লোক মজা করা থেকে বিরত থাকছেন না। অভিনেত্রীর ছবিতে হামেশাই বয়ে যায় ট্রোলের বন্যা।
810
আর পাঁচজন স্টারকিডদের মতো সোশ্যাল মিডিয়ার শিরোনামে থাকেন চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। বিশেষ করে 'গেহরাইয়া'-র ছবির প্রোমোশন থেকেই নেটিজেনদের নজরে রয়েছেন অনন্যা পান্ডে। একের পর এক হট পোশাকে ভক্তদের ঘুম কেড়ে নিয়েছেন চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে।
910
লাস্যময়ী অবতারে ধরা দিয়েছেন অনন্যা পান্ডে। অনাবৃত উরুতে জ্বলছে আগুন। বুকের খাঁজে চোখ আটকে রয়েছে নেটিজেনদের। একাধিক কিলার পোজে ছবি পোস্ট করে পুরুষদের ধুকপুকানি বাড়িয়ে দিয়েছেন অনন্যা পান্ডে। 'লাইগার' নায়িকার হট অবতারে মুগ্ধ অনুরাগীরা। লাইক ও কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।
1010
শেষবারের মতো 'লাইগার ' ছবিতেই দেখা গেছে অনন্যাকে। তবে ছবিটি বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারিনি। অনন্যাকে শীঘ্রই সিদ্ধান্ত চতুর্বেদী এবং আদর্শ গৌরবের সাথে দেখা যাবে। এছাড়াও অনন্যাকে 'ড্রিম গার্ল ২'-এ আয়ুষ্মান খুরানার সঙ্গে দেখা যাবে।