
Dhanashree Verma Bhool Chuk Maaf: লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এখন আইপিএল ২০২৫-এ (IPL 2025) তাঁর দল পাঞ্জাব কিংসের (Punjab Kings) হয়ে খেলতে ব্যস্ত। তাঁর দল আইপিএল প্লে-অফের যোগ্যতা অর্জনের লড়াইয়ে আছে। পাঞ্জাবকে প্রথম খেতাব এনে দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন চাহাল। তিনি ভালো পারফরম্যান্সও দেখাচ্ছেন। এই ক্রিকেটার যখন আইপিএল নিয়ে ব্যস্ত, তখন তাঁর প্রাক্তন স্ত্রী ধনশ্রী ভার্মা (Dhanashree Verma)। বলিউডের ছবি নিয়ে ব্যস্ত। বলিউডের (Bollywood) বিখ্যাত অভিনেতা রাজকুমার রাওয়ের (Rajkummar Rao) ছবি 'ভুল চুক মাফ'-এর (Bhool Chuk Maaf) গান 'টিং লিং সজনা'-য় (Ting Ling Sajna) নেচেছেন। সেই ভিডিও প্রকাশিত হয়েছে। ধনশ্রী প্রায়ই তাঁর গান এবং ছবির শুটিংয়ে ব্যস্ত থাকেন। পেশায় তিনি একজন কোরিওগ্রাফার। যিনি নাচের মাধ্যমে অনুরাগীদের মোহিত করে রাখতে পারেন। চাহালের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সোশ্যাল মিডিয়ায় সম্পূর্ণরূপে সক্রিয় হয়েছেন ধনশ্রী। তিনি সবসময় কোথাও না কোথাও নতুন কাজ এবং বিষয় নিয়ে আলোচনায় থাকেন। ঠিক তেমনটাই আবারও করে দেখিয়েছেন ধনশ্রী। তিনি এখন বলিউডে নিজের জায়গা পাকা করতে ব্যস্ত। নিজের জগতে সাফল্য পাচ্ছেন এই নৃত্যশিল্পী।
সম্প্রতি ধনশ্রী তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্টোরি শেয়ার করেছেন। যেখানে তাঁকে রাজকুমারের সঙ্গে দেখা গিয়েছে। রাজকুমারের নতুন ছবির গান প্রকাশিত হতেই ধনশ্রীকে নিয়ে হইচই শুরু হয়েছে। এই গানটি ইউটিউবেও আপলোড করা হয়েছে। মঙ্গলবার ধনশ্রী এই তথ্য তাঁর ভক্তদের জানিয়েছেন। এছাড়াও তিনি পরবর্তী স্টোরি স্লাইডে গানের ভিতরের দৃশ্যও দেখিয়েছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই গানের সঙ্গে ধনশ্রীর নাচের দৃশ্য।
কিছুদিন আগেই চাহাল ও ধনশ্রী বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছেন। বান্দ্রা আদালত তাঁদের আনুষ্ঠানিকভাবে আলাদা হওয়ার রায় দিয়েছে। দীর্ঘদিন ধরে দু'জনের মধ্যে মনোমালিন্য চলছিল। তাঁদের একসঙ্গে দেখাও যাচ্ছিল না। যদিও এর পিছনের মূল কারণ সম্পর্কে কোনও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। চাহাল ও ধনশ্রীর বিয়ে হয়েছিল ২০২০ সালের ২২ ডিসেম্বর। বিয়ের ৪ বছর পর তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
অনুরাগীদের ধনশ্রী জানিয়েছিলেন, 'বড় চমক' আসছে। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে। ধনশ্রীর অনুরাগীদের এই অপেক্ষার অবসান হয়েছে। 'ভুল চুক মাফ' ছবিতে রাজকুমারের পাশাপাশি অভিনয় করছেন ওয়ামিকা গাব্বি (Wamiqa Gabbi)। এই ছবির নির্মাতারা ‘টিং লিং সজনা’ গানটি প্রকাশ করেছেন। এই গানের মিউজিক ভিডিওতে ধনশ্রীকে নাচতে দেখা যাচ্ছে। মিউজিক ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, রাজকুমারের অভিনীত চরিত্রের জন্য তাঁর বন্ধুরা সারপ্রাইজ ব্যাচেলর পার্টি আয়োজন করেছেন। এরপর এই পার্টিতে প্রবেশ করছেন ধনশ্রী। তাঁর নাচ, শারীরিক ভঙ্গি, আবেদন, আত্মবিশ্বাসী উপস্থিতি দর্শকদের নজর কেড়ে নিয়েছে। ধনশ্রীর সঙ্গে রাজকুমারকেও নাচতে দেখা যাচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।