একান্তে ছুটি কাটাচ্ছেন বনি-কৌশানি! অন্তরঙ্গ ছবি পোস্ট করলেন তারকা জুটি

swaralipi dasgupta |  
Published : Jun 03, 2019, 12:13 PM ISTUpdated : Jun 03, 2019, 12:25 PM IST
একান্তে ছুটি কাটাচ্ছেন বনি-কৌশানি! অন্তরঙ্গ ছবি পোস্ট করলেন তারকা জুটি

সংক্ষিপ্ত

ব্যস্ততার মাঝে সময়ে বের করে প্রেমিকাকে নিয়ে বালি পৌঁছে গিয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত। ভিনদেশে গিয়ে কৌশানি মুখোপাধ্য়ায়ের সঙ্গে একান্তে দিন যাপন করছেন বনি। সেই সব অন্তরঙ্গ মুহূর্তেরই কিছু ছবি আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। 

ব্যস্ততার মাঝে সময়ে বের করে প্রেমিকাকে নিয়ে বালি পৌঁছে গিয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত। ভিনদেশে গিয়ে কৌশানি মুখোপাধ্য়ায়ের সঙ্গে একান্তে দিন যাপন করছেন বনি। সেই সব অন্তরঙ্গ মুহূর্তেরই কিছু ছবি আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। 

বালির নীল সমুদ্রে সামনে এক রুফটপ রেস্তোরায় সময় কাটালেন টলিউডের এই কপোত-কপোতী। স্ট্রাইপ শার্ট আর কালো হাফ প্যান্টে বনির লুক সমুদ্র সৈকতে ছিল মানানসই। আর অন্যদিকে কালো রংয়ের পোলকা ডট পোশাকের সঙ্গে লাল লিপস্টিকে নজর কাড়ছিলেন কৌশানী। 

 

 

কিছুদিন আগেই কৌশানির জন্মদিনের জন্য বিশেষ প্ল্যান করেছিলেন বনি। প্রেমিকার সঙ্গে একান্তে সময় কাটাতে পাড়ি দিয়েছিলেন অন্য দেশে। 

প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে বনি ও কৌশানি সম্পর্কে রয়েছেন। সেই সময়ে রাজ চক্রবর্তীর ছবি পারব না আমি ছাড়তে তোকে ছবি থেকে দুজনের আলাপ। তার পরেই শুরু প্রেম। ২০১৭-য় ভ্যালেন্টাইনস ডে-থেকে প্রকাশ্যে আসে তাঁদের প্রেম কাহিনি। বেশ কিছু ছবিতে একসঙ্গে কাজ করেছেন দুজনে। তার মধ্যে রয়েছে, জিও পাগলা, তোমাকে চাই, গার্লফ্রেন্ড। এই  মুহূর্তে এই তারকা জুটি জানবাজ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার