সৃজিত ও মিথিলাকে পুজোর উপহার মুখ্যমন্ত্রীর, কি আছে সেই উপহারে দেখে নিন

Published : Oct 19, 2020, 10:42 AM ISTUpdated : Oct 19, 2020, 06:21 PM IST
সৃজিত ও মিথিলাকে পুজোর উপহার মুখ্যমন্ত্রীর, কি আছে সেই উপহারে দেখে নিন

সংক্ষিপ্ত

পুজোর আর হাতে গোনা মাত্র কটা দিন পুজোর কেনা কাটা এখন চলছে জোর কদমে পুজোর আগেই মুখ্যমন্ত্রীর উপহার সৃজিত ও মিথিলাকে কি আছে সেই উপহারে, দেখলে নজর কাড়বে সকলের

পুজোর আর হাতে গোনা মাত্র কটা দিন বাঁকি। এখন লাস্ট মিনিট পুজোর শপিং চলছে সর্বত্র। পুজোর উদ্বোধনও হয়ে গিয়েছে অনেক জায়গায়। মুখ্যমন্ত্রী নিজে গিয়ে কলকাতার বহু পুজোর উদ্বোধন করেছেন। এবার সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া পুজোর উপহার পৌঁছে গেল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বাড়িতে। সোশ্যাল মিডিয়ায় উপহারের ছবি পোস্ট করলেন সৃজিত পত্নী মিথিলা। উপহারে রয়েছে নীল রঙের শাড়ি ও সেই সঙ্গে সৃজিতের জন্য লাল পঞ্জাবি। অসাধারণ এই কনট্রাস্টে দু'জন -কে যে অসাধারণ মানাবে তা আর বলার অপেক্ষা রাখেনা। পুজোয় ষষ্ঠী-সপ্তমী না অন্য কোনও দিন, কবে এই সাজে দেখা যাবে সৃজিত ও মিথিলাকে সেটাই এখন দেখার। 


ইতিমধ্যেই টলি পাড়ায় মিথিলার রূপের চর্চা শুরু হয়েছে। তাঁর অসাধারণ রূপ নজর কাড়ছে সাধারণ মানুষ থেকে শুরু করে নেটিজনদেরও। তাঁর ছবি এখন দেখা যাচ্ছে বাংলার বহু পত্র-পত্রিকায়। ওপার বাংলার অভিনেত্রী এখন বঙ্গের বধূ। তাঁকে সাজাতে তাই মুখ্যমন্ত্রীর এই উপহার। নীল রঙা এই শাড়িতে তাঁকে যে অসাধারণ মানাবে তা আর বলার অপেক্ষা রাখেনা। নীল রঙা শাড়িতে তাঁর নীল পরীর রূপ যে আরও একবার অকর্ষিত করবে সকলকে তা বেশ বোঝা যাচ্ছে। এখন তাঁদের দু'জকে এই পোশাকে দেখতেই অপক্ষায় সকলে।      

https://twitter.com/rafiath_rashid/status/1317474590734524416?s=20

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে