'এবার শুধু দেবো না..নেবো-ও'...এই ভাবনা কে সঙ্গী করেই নতুন 'গেম-শো' কালার্স বাংলায়

  • বাংলা ছোটপর্দায় গেম-শো-এর ছড়াছড়ি
  • একটা সময় এই গেম-শো-কেই হাতিয়াড় করে জনপ্রিয়তা পেয়েছিল ই-টিভি বাংলা
  • এরপর প্রত্যেকটি টিভি চ্যানেলই গেম-শো নিয়ে অনুষ্ঠান করেছে
  •  টিআরপি বাড়াতে এবার সেই গেম-শো-কেই আঁকড়ে ধরল কালার্স বাংলা

বাড়ির পুরনো জিনিসের বদলে নতুন জিনিস পেতে কার না ভালো লাগে! আর এই স্বপ্নকে পূর্ণ করতে আসতে চলেছে কালার্স বাংলায় 'অদল-বদল'। শো-এর সঞ্চালক কাঞ্চন মল্লিক। ২২ জুলাই থেকে সোম থেকে শনিবার বিকেল ৫.৩০টায় অনুষ্ঠানটি কালার্স বাংলা-তে দেখা যাবে। এছাড়া 'ভুট' অ্যাপ-এও দেখা যাবে যে কোনও সময়।  

এই গেম-শো-এর বিশেষত্ব হল যে এতে গতে-বাধা কোনও নির্দিষ্ট অতিথি থাকছে না। একেক দিন একেকটি লোকালয়ে হানা দেবে টিম অদল-বদল। অবশ্যই এই দলের মাথা কাঞ্চন মল্লিক। রাস্তা চলতি মানুষকে পাকড়াও করে চলবে গেম-শো-এর খেলা। চ্যানেল কর্তৃপক্ষের মতে এক্কেবারে রিয়াল ওয়ার্ল্ডে-র লাইভ গেম-শো। বহু বছটর আগে এমন একটি গেম-শো করেছিলেন কাঞ্চন মল্লিক। 'জনতা এক্সপ্রেস' নামে সেই গেম-শো-এরও বিশেষত্ব ছিল সাধারণ মানুষ। তবে, সেখানে পথ চলতি মানুষকে ধরে গেম খেলার চল ছিল না। কিন্তু, অ্যাঙ্কর কাঞ্চন-এর কাণ্ড-কারখানা দেখতে জনতা এক্সপ্রেস-এ ভিড় জমে যেত দর্শকরদের। 

Latest Videos

'অদল-বদল' গেম শো-এর টাইটেল ট্র্যাকটিতে গলা দিয়েছে  কাঞ্চন মল্লিক নিজে। ফলে সঞ্চালক হওয়ার সঙ্গে সঙ্গে কাঞ্চন এই গেম-শো-এর প্লেব্যাক সিঙ্গারও বটে।  কাঞ্চন এক-এক দিন পৌঁছে যাবেন আলাদা-আলাদা পরিবারে। শো-তে বাজি লাগাতে হবে বাড়ির যে কোনও একটি জিনিস। তারপর তিনটি প্রশ্নের মধ্যে যে কোনও দুটি প্রশ্নের সঠিক উত্তর দিলেই মিলবে নতুন জিনিস। আর সঠিক উত্তর না দিতে পারলে বাজি লাগানো বাড়ির পুরনো জিনিস  দিয়ে দিতে হবে।
 
 কালার্স বাংলার বিসনেস হেড রাহুল চক্রবর্তী জানিয়েছেন- 'এরকম অনুষ্ঠান বাংলায় আগে কখনও হয়নি। এটা একটা মজার গেম শো। সঠিক উত্তর দিলে নতুন জিনিস আর না পারলে নিজের জিনিস দিয়ে দেওয়া'। 
 কাঞ্চন মল্লিকও উচ্ছ্বসিত ভঙ্গিতে জানান, 'জনতা এক্সপ্রেস দিয়ে আমি আমার যাত্রা শুরু করি,তখন ও সাধারণ মানুষের সাথে আমার সম্পর্ক ছিল আর এই শো-এর মধ্যেও সেই আম-জনতা দের খুঁজে পাওয়া'। তিনি 
আরও জানান যে ' এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুধু জিনিসসের অদল-বদল নয় সাধারণ মানুষদের সঙ্গে ভাবের ও অদল-বদল হয়েছে তার'। টিকটকে ইতিমধ্যে দর্শকদের মধ্যে সাড়া জাগিয়েছে #অদল-বদল র‍্যাপ চ্যালেঞ্চ। 

Share this article
click me!

Latest Videos

'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Mamata Banerjee-র প্রশাসনকে বেলাগাম তুলোধোনা Agnimitra Paul-এর, দেখুন কী বললেন BJP নেত্রী
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র