স্টেজে উঠে কেঁদে ভাসালেন দিয়া, মুহূর্তে নেটিজেনদের তোপের শিকার

Published : Jan 29, 2020, 06:21 PM IST
স্টেজে উঠে কেঁদে ভাসালেন দিয়া, মুহূর্তে নেটিজেনদের তোপের শিকার

সংক্ষিপ্ত

স্টেজে উঠে কেঁদে ভাসালেন দিয়া কারণ খোলসা করলেন বেশ কিছুটা পড়ে জানালেন আবেগগুলো অনুভব করতে তবুও কটাক্ষের মুখে অভিনেত্রী

সম্প্রতি জলবায়ু সাহিত্য উৎসবে বিশেষ আমন্ত্রণ পেয়ে হাজির হয়েছিলেন দিয়া মির্জা। সেখানেই এক বিশেষ সাক্ষাৎকারে কথায় কথায় কেঁদে ভাসালেন অভিনেত্রী। প্রথম থেকেই তিনি কেঁদে কেঁদে কথা বলতে শুরু করায় অনেকেরই বুঝ অসুবিধে হয় সমস্যা কোথায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই কারণ খোলসা করে জানালেন দিয়া। 

আরও পড়ুনঃ শেহনাজের ভাই এসে দিয়ে গেলেন সাবধান বাণী, বিগ বসে নয়া বিতর্ক

জলবায়ু সাহিত্য উৎসবে আসার আগেই দিয়া খবর পান হেলিকপ্টার দুর্ঘটনাতে প্রাণ হারিয়েছেন কোবে ব্রায়ান্ট। সঙ্গে ছিল তাঁর ছোট মেয়ে। সেই খবর প্রকাশ্যে আসার পরই শোকে ভেঙে পড়ে গোটা বিশ্ব। বিশ্বের অন্যতম এই বাস্কেটবল খেলোয়াড়ের মৃত্যু অনেকেই নিতে পারেননি। দিয়া মির্জার ক্ষেত্রেও তেমনটাই ঘটে। নিজেকে শান্ত করে তিনি কারণ খুলে বলেন সকলকেই। 

 

 

শুধু কান্নার কারণই জানাননি এদিন দিয়া, সঙ্গে তিনি আরও বলেন, নিজের অনুভূতি কখনই চেপে রাখা উচিৎ নয়। কাঁদতে ভয় পাবেন না। বিষয়টা অনুভবের। সব বিষয়কেই অনুভব করার চেষ্টা করুন। এটা শক্তি বাড়াতে সাহায্য করে। এবং সেটা অভিনয় নয়। যদিও দিয়ার এই বিষয়টাকে সহজ ভাবে নেয়নি নেটিজেনরা। এটাও তাঁর অভিনয়, তোপের মুখে পড়তে হয় অভিনেত্রীকে।  

PREV
click me!

Recommended Stories

প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে হিরণের? আইন কী বলছে জানুন
বন্দুক হাতে ফিরছে মন্টু! আট বছর পরে ফের নতুন সিজনের অপেক্ষায় দর্শকরা