কঙ্গনাকে বয়কট করার জন্য একজোট সাংবাদিকরা! বাধ্য হয়ে ক্ষমা চাইলেন একতা কাপুর

swaralipi dasgupta |  
Published : Jul 10, 2019, 03:34 PM IST
কঙ্গনাকে বয়কট করার জন্য একজোট সাংবাদিকরা! বাধ্য হয়ে ক্ষমা চাইলেন একতা কাপুর

সংক্ষিপ্ত

সাংবাদিকের সঙ্গে কঙ্গনা রানাউতের বচসায় এখন উত্তাল বিনোদন জগত বিনোদন জগতের সাংবাদিকরা একজোট হয়ে জানিয়েছেন, কঙ্গনা যদি ক্ষমা না চান তা হলে তাঁকে সবাই বয়কট করবেন  তাঁকে নিয়ে কোনও মিডিয়া কভারেজও হবে না


সাংবাদিকের সঙ্গে কঙ্গনা রানাউতের বচসায় এখন উত্তাল বিনোদন জগত। বিনোদন জগতের সাংবাদিকরা একজোট হয়ে জানিয়েছেন, কঙ্গনা যদি ক্ষমা না চান তা হলে তাঁকে সবাই বয়কট করবেন। তাঁকে নিয়ে কোনও মিডিয়া কভারেজও হবে না। 

বিনোদন দুনিয়ার সাংবাদিকদের গিল্ডের এই সিদ্ধান্তে এবার নড়ে চড়ে বসলেন একতা কাপুর। তাঁর প্রযোজিত জাজমেন্টাল হ্য়ায় কেয়া ছবির ইভেন্টেই সাংবাদিকের সঙ্গে বচসায় জড়ান কঙ্গনা। তাই নিজের কাঁধেই দায়িত্ব তুলে নেন একতা। বুধবার ইনস্টাগ্রাম পোস্টে ক্ষমা চান। 

একতা লেখেন, জাজমেন্টাল হ্যায় কেয়া ছবির গানের ইভেন্টে ছবির অভিনেত্রী ও সাংবাদিক জাস্টিন রাওয়ের মধ্যে যে তর্ক হয়, তা নিয়ে নানা রকম জিনিস লেখা হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত ঘটনাটি খারাপ পর্যায় পৌঁছে যায়। দুজনেই নিজের দিক থেকে যুক্তি পেশ করেছেন। কিন্তু ঘটনাটি আমার ছবির ইভেন্টে ঘটে। তাই ছবির প্রযোজক হিসেবে আমি ক্ষমা চাইছি। কারও ভাবাবেগে আঘাত করা আমাদের উদ্দেশ্য ছিল না। জাজমেন্টাল হ্যায় কেয়া আগামী ২৬ জুলাই মুক্তি পাচ্ছে। মিডিয়ার কাছে আমার অনুরোধ, এই একটা ঘটনার জন্য ছবিটি কাজকে নষ্ট হতে দেবেন না। 

 

 

প্রসঙ্গত, ৭ জুলাই ছবির একটি ইভেন্টে বিনোদন জগতেরই সাংবাদিক জাস্টিনের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় কঙ্গনার। কঙ্গনা অভিযোগ তোলেন, মণিকর্ণিকা ছবির রিভিউ ইচ্ছে করে খারাপ লিখেছিলেন জাস্টিন। তাঁকে নোংরা মানসিকতার বলেও আক্রমণ করেন নায়িকা।


 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে