বিগ বস থেকে সরছেন ক্ষুব্ধ সলমন, পরবর্তীতে থাকতে পারেন কে, নাম ঘিরে জল্পনা

Published : Dec 12, 2019, 03:22 PM ISTUpdated : Dec 12, 2019, 03:24 PM IST
বিগ বস থেকে সরছেন ক্ষুব্ধ সলমন, পরবর্তীতে থাকতে পারেন কে, নাম ঘিরে জল্পনা

সংক্ষিপ্ত

বিগ বস থেকে সরছেন সলমন খান বিপরীতে উঠে আসছে কার নাম কেন এমন সিদ্ধান্ত নিলেন ভাইজান একাধিক প্রশ্ন এখন ভক্তদের মনে

বেশ কয়েকদিন ধরেই জল্পনা তুঙ্গে। বিগ বস থেকে সরে যাচ্ছেন সলমন খান। একাধিক কারণ নিয়ে বর্তমানে কানাঘুষ বি-টাউনে। সলমন খান প্রথমে এই খবর জানানোর পর প্রযোজনার পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হয়েছিল ২ কোটি টাকা পারিশ্রমিক। কিনেতু কোথাও গিয়ে নিজের মত বদলালেন না সলমন খান। 

জানুয়ারিতেই শেষ শ্যুটিং করবেন সলমন খান বিগ বস-এর। এরপর কে নেবে ভাইজানের জায়গা! বর্তমানে এই প্রশ্নই ঘোরা ফেরা করছে মানুষের মনে। রিয়ালিটি শো-এর টিআরপি যেন পরে না যায়। সেই দিকে লক্ষ্য রেখেই প্রস্তাবি গিয়েছিল একাধিক তারকার কাছে। অবশেষে সামনে উঠে এল একটাই নাম, ফারহা খান। যদিও এই বিষয় প্রকাশ্যে কিছুই জানানি ফারহা খান। 

বিগত দশ বছর ধরে বিগ বস রিয়ালিটি শো-এর সঞ্চালনা করে এসেছেন সলমন খান। এবার ইতি টানলেন তিনি। কিন্তু কেন! শোনা যাচ্ছে একাধিক কারণ, প্রথমত, বিগ বসের ঘরের অতিথিদের নিয়ে বেজায় বিরোক্ত সলমন খান, আর অপর কারণ, এপিসোড বেড়েছে বিগ বসের, ফলে এত সময় দিতে পারছেন না সলমন খান, ক্লান্ত হয়ে পড়ছেন তিনি। ফলে সরে যাচ্ছেন ভাইজান। 
 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?