দিল্লিবাসীদের জন্য সুখবর, একগুচ্ছ ছবি নিয়ে শুরু হচ্ছে 'দ্বাদশ বাংলা সিনে উৎসব'

  • শুরু হতে চলেছে দ্বাদশ বাংলা সিনে উৎসব
  • ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর মুক্তধারা অডিটোরিয়ামে চলবে এই সিনে উৎসব
  • মোট ১১টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি দেখানো হবে, থাকবে ৭টি স্বল্প দৈর্ঘ্যের ছবিও
  • ঋতুপর্ণা সেনগুপ্তের হাত ধরেই আগামী ১৩ সেপ্টেম্বর এই সিনে উৎসবের উদ্বোধন হতে চলেছে

বাংলা ছবির ভক্ত? দিনরাত নিশ্চয় অনলাইন প্ল্যাটফর্মে ছবি দেখার খিদে মিটিয়ে নিচ্ছেন, অথচ পাড়া-পড়শি, বন্ধু-বান্ধবদের নিয়ে একসঙ্গে বসে ছবি উপভোগ করাও মিস করছেন, তাহলে দিল্লিবাসীর জন্য সুখবর। প্রতি বছরের মতো এবছরও বেঙ্গল অ্যাসোসিয়েশন আয়োজন করেছে দ্বাদশ বাংলা সিনে উৎসব-এর। 

১৩ থেকে ১৫ সেপ্টেম্বর মুক্তধারা অডিটোরিয়ামে চলবে এই সিনে উৎসব, যেখানে প্রদর্শিত হবে একগুচ্ছ জনপ্রিয় বাংলা সিনেমা। বর্তমানে বাংলা ছবির ধারার সঙ্গে আরও পরিচিতি বাড়িয়ে তোলার লক্ষ্যেই বেছে নেওয়া হয়েছে বেশ কিছু ছবি। 

Latest Videos

জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের হাত ধরেই আগামী ১৩ সেপ্টেম্বর এই সিনে উৎসবের উদ্বোধন হতে চলেছে। তিনদিনের এই সিনে উৎসবে মোট ১১টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি দেখানো হবে। থাকবে ৭টি স্বল্প দৈর্ঘ্যের ছবিও। ঋতুপর্ণা ছাড়াও চিরঞ্জিত চক্রবর্তী, সুদেষ্ণা রায়, আবির চট্টোপাধ্যায়, বরুণ চন্দ, শ্রীলা মজুমদার, অভিজিৎ গুহ, রেশমি মিত্র, অনুপম প্রমুখ টলিউড সেলেবরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। 

বিজয়া, কলকাতায় কোহিনূর, লাইম লাইট, আহা রে, মাটি, সামসারা, অব্যক্ত, মুখার্জীদার বউ, তারিখ, শ্রাবণের ধারা এবং আমি জয় চ্যাটার্জি ছবিগুলি প্রদর্শিত হবে এই তিন দিনে। 

উৎসবের শেষ দিনে, অর্থাৎ ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬.৩০ মিনিটে আবির চট্টোপাধ্যায় সহ আরও অনেক তারকারাই উপস্থিত থাকবেন। 

Share this article
click me!

Latest Videos

'উল্টো ধুয়ে সোজা করব' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News
বিয়ের মঞ্চে নববধূর এমন কাণ্ডে হতবাক সকলে! ছুটে গেলেন বিজেপির শমীক | BJP West Bengal