গলায় গণেশের মূর্তি ঝোলালেন রিহানা! মার্কিন পপস্টারকে নিয়ে চর্চায় নেটিজেনরা

swaralipi dasgupta |  
Published : Jun 12, 2019, 04:32 PM IST
গলায় গণেশের মূর্তি ঝোলালেন রিহানা! মার্কিন পপস্টারকে নিয়ে চর্চায় নেটিজেনরা

সংক্ষিপ্ত

মার্কিন পপস্টার রিহানার খ্যাতির কথা আর আলাদা করে বলার প্রয়োজন হয় না ভক্তরা তাঁর গানে মুগ্ধ। ইউটিউবে রিহানার লাইভ শো দেখলে বোঝা যায়, তাঁর গানে রীতিমতো ভেসে যান অনুরাগীরা রিহানার ভারতীয় ফ্যানদের এখনও পর্যন্ত দেশের মাটিতে তাঁর লাইভ শো দেখার সৌভাগ্য হয়নি  

মার্কিন পপস্টার রিহানার খ্যাতির কথা আর আলাদা করে বলার প্রয়োজন হয় না। ভক্তরা তাঁর গানে মুগ্ধ। ইউটিউবে রিহানার লাইভ শো দেখলে বোঝা যায়, তাঁর গানে রীতিমতো ভেসে যান অনুরাগীরা। রিহানার ভারতীয় ফ্যানদের এখনও পর্যন্ত দেশের মাটিতে তাঁর লাইভ শো দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু এবার কি সত্যি ভারতে আসছেন মার্কিন পপস্টার! নেটিজেনরা এই জল্পনাই করছেন। 

সম্প্রতি রিহানাকে একটি নেকলেস পরতে দেখা যায়। সেই নেকলেসে রয়েছে হিরে খচিত একটি গণেশের মূর্তি। নেকলেসটি পরে ছবি ইনস্টাগ্রামে ছবি দিয়েছিলেন রিহানা। আর এই ছবি দেখেই নেটিজেনরা মনে করছেন, রিহানা ভারতে আসার ইঙ্গিত দিচ্ছেন।

 

 

নীল জিন্স, সাদা টপ ও ল্যাভেন্ডার শিয়ার কেপ-এর সঙ্গে এই লকেট পরেছিলেন রিহানা। নখ, হাতের আংটি ও চুলের স্টাইল ছিল চোখে পড়ার মতো। একটি জন্মদিনের পার্টিতে এই পোশাক পরেছিলেন রিহানা। 

প্রসঙ্গত, এই মুহূর্তে রিহানাই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা। তাঁর সম্পত্তির পরিমাণ ৬০০ মিলিয়ন। তিনি পিছনে ফেলে দিয়েছেন ম্যাডোনা, সেলিন ডিয়নের, টেলর সুইফটের মতো গায়িকাদের ম্যাডোনার সম্পত্তির পরিমাণ এই মুহূর্তে ৫৭০ মিলিয়ন। টেলর সুইফটের ৩৬০ মিলিয়ন। 
 

PREV
click me!

Recommended Stories

প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে হিরণের? আইন কী বলছে জানুন
বন্দুক হাতে ফিরছে মন্টু! আট বছর পরে ফের নতুন সিজনের অপেক্ষায় দর্শকরা