কলার জোড়া ৪৪২ টাকা, রাহুলের টুইটে মোটা টাকা জরিমানা চণ্ডীগড়ের হোটেলের

Published : Jul 28, 2019, 01:11 AM IST
কলার জোড়া ৪৪২ টাকা, রাহুলের টুইটে মোটা টাকা জরিমানা চণ্ডীগড়ের হোটেলের

সংক্ষিপ্ত

চণ্ডীগড়ের পাঁচ তারা হোটেলকে জরিমানা পঁচিশ হাজার টাকা জরিমানা করল প্রশাসন মাত্রাতিরিক্ত দামে কলা বিক্রির অভিযোগ অভিযোগ এনে ভিডিও টুইট করেন অভিনেতা রাহুল

এক জোড়া কলার দাম চারশো বিয়াল্লিশ টাকা। অভিনেতা রাহুল বোসের পোস্ট করা ভিডিও দেখে এবারে মুম্বইয়ের পাঁচ তারা হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল চণ্ডীগড় প্রশাসন। মাত্রাতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগ পঁচিশ হাজার টাকা জরিমানা করা হল জে ডব্লিউ ম্যারিয়ট কর্তৃপক্ষকে। 

কয়েকদিন আগেই টুইটারে একটি ভিডিও পোস্ট করেছিলেন অভিনেতা রাহুল বোস। সেখানে তিনি অভিযোগ করেন, চণ্ডীগড়ের ওই পাঁচ তারা হোটেলে এক জোড়া কলার দাম বাবদ ৪৪২ টাকা ৫০ পয়সার বিল ধরানো হয়েছে তাঁকে। মাত্রাতিরিক্ত এই দাম নিয়ে ভিডিওতেই হোটেল কর্তৃপক্ষকে কার্যত বিদ্রুপ করেন  অভিনেতা। 

রাহুল বোসের এই টুইট প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল শুরু হয়। কীভাবে হোটেল কর্তৃপক্ষ এমন অস্বাভাবিক চড়া দাম গ্রাহকদের থেকে আদায় করছে, তা নিয়ে সরব হন নেটিজেনরা। বিষয়টি নজরে আসতেই তদন্তে নামে চণ্ডীগড়ের কর ও শুল্ক দফতর। তদন্তে হোটেল কর্তপক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতার প্রমাণ পেয়েছেন তারা। কেন্দ্রীয় জিএসটি আইনের ১১ নম্বর ধারা ভঙ্গের অভিযোগে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে ওই হোটেলকে। 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে