ছুটির মেজাজে জাহ্নবী, একান্তে কার সঙ্গে সময় কাটাচ্ছেন শ্রীদেবী কন্যা

Published : Jan 29, 2020, 04:45 PM IST
ছুটির মেজাজে জাহ্নবী, একান্তে কার সঙ্গে সময় কাটাচ্ছেন শ্রীদেবী কন্যা

সংক্ষিপ্ত

ছুটির মেজাজে জাহ্নবী কাপুর পাড়ি দিলেন লোলাভনাতে একান্তে কার সঙ্গে ছুটি কাটাচ্ছেন শ্রীদেবী কন্যা ছবি ঘিরে জল্পনা তুঙ্গে

বলিউডে পা রাখার মুহূর্তে থেকেই জাহ্নবী কাপুর লাইম লাইটে। শ্রীদেবী কন্যার প্রথম ছবি সেভাবে বক্স অফিসে সারা না ফেললেও, নিউ কামার হিসেবে নিজের জায়গা বলিউডে পাকা করতে বেশিদিন সময় লাগেনি জাহ্নবীর। তবে তারকাদের ব্যক্তিগত জীবন বেশিদিন চাপা থাকে না। সর্বদা লাইম লাইটের আওতায় থাকার ফল প্রকাশ্যে উঠে আসে সব রহস্য। 

আরও পড়ুনঃ মুক্তির আগেই আইনি গেরোয় 'মালালা', পরিচালকের বিরুদ্ধে জারি হল ফতোয়া

 

তবে সোশ্যাল মিডিয়ার জমানায় সিলিব্রিটিরা নিজেরাই পৌঁছে যাচ্ছেন ভক্তদের কাছে এক মুহূর্তে। সেই পথেই এবার খোলসা হল জাহ্নবী কাপুরের গোপন সম্পর্কের কথা। না সম্পর্ক যে প্রেমের তা এখনও প্রকাশ্যে শিকার করেননি শ্রীদেবী কন্যা। তবে ধরক ছবি মুক্তির পর থেকেই ইশানের সঙ্গে নাম জড়িয়ে ছিল জাহ্নবী কাপুরের। 

 

 

ইশানের আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতিকে ডেট করছিলেন জাহ্নবী। শিখরের সঙ্গে একাধিক জায়গাতেও দেখা যেত তাঁকে। তবে শেষ কয়েকদিনে সেই সম্পর্কের কথা ধামা চাপা পড়ে যায়। তবে এবার সেই খবরকে আবারও উষ্কে দিলেন জাহ্নবী কাপুর। মঙ্গলবারই ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করলেন তিনি। যেখানে দেখা গেল লোলাভনাতে ঘুরতে গিয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন শিখর। ছবি ঘিরে আবারও শুরু জল্পনা। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার