জিতু প্রথম জামাই ষষ্ঠী-তে শ্বশুরবাড়ি গেলেন না! কী করলেন তারকা দম্পতি

swaralipi dasgupta |  
Published : Jun 10, 2019, 02:41 PM IST
জিতু প্রথম জামাই ষষ্ঠী-তে শ্বশুরবাড়ি গেলেন না! কী করলেন তারকা দম্পতি

সংক্ষিপ্ত

বিয়ের পরে প্রথম জামাই ষষ্ঠী পালন করা হল না বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা জিতু কমলের। কারণ জামাই ষষ্ঠীর ঠিক আগেই নববধূ নবনীতাকে নিয়ে বেড়িয়ে পড়লেন টেলি অভিনেতা। তাই শ্বশুরবাড়ি গিয়ে জমিয়ে জামাই ষষ্ঠীর খাওয়াটা এবার মিস হয়ে গেল জিতুর। 

বিয়ের পরে প্রথম জামাই ষষ্ঠী পালন করা হল না বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা জিতু কমলের। কারণ জামাই ষষ্ঠীর ঠিক আগেই নববধূ নবনীতাকে নিয়ে বেড়িয়ে পড়লেন টেলি অভিনেতা। তাই শ্বশুরবাড়ি গিয়ে জমিয়ে জামাই ষষ্ঠীর খাওয়াটা এবার মিস হয়ে গেল জিতুর। 

ঘটা করে বিয়ের পরে জিতু-নবনীতার ভক্তরা অপেক্ষা করেছিলেন, জামাইষষ্ঠীতে কী করবেন নবদম্পতি। কিন্তু সেসব আশায় জল ঢেলে জিতু নবনীতা হানিমুন করতে গেলেন হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশের কুলু, মানালি, ডালহৌসি-সহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালেন তারকা-দম্পতি। নিজেদের ট্রাভেল অ্যালবাম থেকে বেশ কিছু ছবি, ভিডিও-ও পোস্ট করেন জিতু ও নবনীতা। 

 

 

একটি ভিডিও-য় দেখা যাচ্ছে যে বরফের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন নবনীতা ও জিতু। তাঁরা একটি লাঠিতে ভর করে পৌঁছে গিয়েছেন পাহাড়ের শিখরে। এছাড়াও বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করেছেন নবনীতা। 

প্রসঙ্গত, নবনীতা ও জিতু গত ৬ মে বিয়ে করেন। দুজনের বিয়েতেই উপস্থিত ছিলেন বাংলা টেলি জগতের বহু তারকা। এই মুহূর্তে নবনীতা জি বাংলা-র মহাপীঠ তারাপীঠ সিরিয়ালে তারা মা-য়ের ভূমিকায় অভিনয় করছেন নবনীতা। সেই ধারাবাহিকেই অভিনয় করছেন জিতু কমল। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার