কঙ্গনার ঝুলিতে পদ্মশ্রী, তালিকাতে বলিউডে আর কোন কোন তারকা

Published : Jan 26, 2020, 03:57 PM ISTUpdated : Jan 26, 2020, 04:21 PM IST
কঙ্গনার ঝুলিতে পদ্মশ্রী, তালিকাতে বলিউডে আর কোন কোন তারকা

সংক্ষিপ্ত

কঙ্গনা রানওয়াতের মাথায় নয়া পালক পদ্মশ্রী পেলেন অভিনেত্রী তালিকাতে রয়েছে করণ জোহারের নাম সঙ্গে পেলেন একতা কাপুরও

কঙ্গনা রানওয়াত বলিউডে পা রাখার পর থেকেই নিজের এক ভিন্ন পরিচিতি তৈরি করেছেন। গতানুগতিক ছক ভেঙে চলিচ্চিত্র জগতে মেয়েদের অবস্থান নিয়ে সরব হয়েছেন বার বার। অভিনয় থেকে শুরু করে পরিচালনা প্রযোজনা, কঙ্গনার তালিকা থেকে বাদ পরেনি কিছুই। সেই গুণকেই কুর্নিশ জানিয়ে এবার অভিনেত্রীর নাম এল পদ্মশ্রী তালিকাতে।

 

গ্যাংস্টার ছবি থেকে যাত্রা শুরু। এরপর একের পর এক বক্স অফিস হিট ছবি তিনি উপহার দিয়েছেন ভক্তদের। এরই মাঝে পরিচালনাতেও করেছেন হাতেখড়ি। সম্প্রতি মুক্তি পেয়েছে কঙ্গনার পঙ্গা ছবি। এর পাশাপাশি এই তালিকাতে নাম উঠেছে করণ জোহর ও একতা কাপুরেরও। বলিউডে পা রাখার পর থেকেই করণ জোহার পাল্টে ছিলেন পরিচালনার সংজ্ঞা। একের পর এক ভিন্ন স্বাদের সম্পর্কের গল্প তিনি তুলে এনেছে পর্দায়। 

 

আরও পড়ুনঃ ফিরে দেখা বলিউড থেকে টলিউডের সেরা ছবি, যে সকল চিত্রনাট্যে দেশপ্রেমই ছিল প্রধান

 

একইভাবে ছোটপর্দা থেকে বড় পর্দায় নিজের ছাপ ফেলেছেন একতা কাপুর। তাঁর হাত ধরেই ধারাবাহিক পেয়েছে এক নয়া দিশা। কঙ্গনা, করন ও একতা কাপুর তিনজনই প্রকাশ্যে ধন্যবাদ জানালেন। পাশাপাশি নিজেদের মততামতও সকলের সামেন তুলে ধরলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কঙ্গনার এই প্রাপ্তীতে খুশি তাঁর দিদি রঙ্গোলিও। 
 

PREV
click me!

Recommended Stories

প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে হিরণের? আইন কী বলছে জানুন
বন্দুক হাতে ফিরছে মন্টু! আট বছর পরে ফের নতুন সিজনের অপেক্ষায় দর্শকরা