ফের নক্ষত্রপতন, চলে গেলেন জনপ্রিয় পরিচালক

Published : Jun 19, 2020, 12:26 PM IST
ফের নক্ষত্রপতন, চলে গেলেন জনপ্রিয় পরিচালক

সংক্ষিপ্ত

ফের শোকস্তব দক্ষিণী চলচ্চিত্র জগৎ  অকালমৃত্যু মালায়লম পরিচালকের সচীর মৃত্যুতে শোকের ছায়া বিনোদন দুনিয়া কার্ডিয়াক অ্যারেস্টের জেরে দু'দিন আগেই হাসপাতালে ভর্তি ছিলেন সচী

একের পর এক তারকাদের প্রয়াণে শোকের ছায়া বিনোদন জগতে। মালায়লম পরিচালক সচীর মৃত্যুতে শোকস্তব্ধ তারকারা। কেআর সচীদানন্দের অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না অভিনেতা-অভিনেত্রী সহ কেউই। মঙ্গলবার সচীকে কার্ডিয়াক অ্যারেস্টের দরুণ হাসপাতালে ভর্তি করতে হয়। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৮। 

তৃশুরের জুবলি মিশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সচীদানন্দ। জুবলি মিশন হাসপাতালের সিইও ডাক্তার বেনি জোসেফ সচীর মৃত্যুর খবর নিশ্চিত করেন। জানা গিয়েছে, মাথায় রক্ত চলাচাল বন্ধ হয়ে গিয়েছিল মঙ্গলবার থেকেই। ক্রিটিকাল কেয়ার ইউনিটে রাখা হয়েছিল তাঁকে। 

২০১৫ সালেই নিজের ডিরেক্টোরিয়াল ডেবিউ করেছিলেন মালায়লম ছবি অনরকলির সাহায্যে। দক্ষিণী সুপারস্টার পৃথ্বীরাজ এবং বিজু মেনন অভিনীত আয়াপ্পানম কোশিয়াম ছবিটি মুক্তি পেয়েছিল সম্প্রতি। যা নিয়ে রীতিমত চর্চা, প্রশংসা চলে সিনেমহলে। ব্লকবাস্টারের তকমাও পায় ছবিটি। আয়াপ্পানম কোশিয়ামের তামিল, হিন্দি এবং তেলেগুতে রিমেক হওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে।

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?