হঠাৎ বুকে ব্যথা মণি রত্নমের! তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হল পরিচালককে

  • গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন পরিচালক মণি রত্নম
  • এক জাতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, হঠাৎ বুকে ব্যথা ওঠায় চেন্নাইয়ের  এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় পরিচালককে
  • রুটিন চেক আপের জন্যই ,সেখানে গিয়েছিলেন মণি রত্নম
  • কিন্তু তখনই হঠাৎ বুকে ব্যথা ওঠে পরিচালকের
swaralipi dasgupta | Published : Jun 17, 2019 8:10 AM IST

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন পরিচালক মণি রত্নম। এক জাতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, হঠাৎ বুকে ব্যথা ওঠায় চেন্নাইয়ের  এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় পরিচালককে। 

যদিও হাসপাতাল সূত্রে খবর, রুটিন চেক আপের জন্যই ,সেখানে গিয়েছিলেন মণি রত্নম। কিন্তু তখনই হঠাৎ বুকে ব্যথা ওঠে পরিচালকের। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় মণি রত্নমকে। ‌তবে এই বুকে ব্যথা হৃদরোগ জনিত নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অ্যাসিডিটির জন্যই তাঁর বুকে ব্যথা ওঠে বলে খবর। 

Latest Videos

কিন্তু বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, কার্ডিয়াক অ্যারেস্টের জন্যই অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তাঁকে চিকিৎসকরা নজরদারির মধ্যে রাখছেন বলেও জানা যায়। এর আগেও হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় মণি রত্নমকে। ২০০৪-এ যুবা ও ২০০৯-এ রাবণ ছবির সময়েও হার্টের সমস্যায় আক্রান্ত হন তিনি। 

প্রসঙ্গত, এই মুহূর্তে তামিল ছবি পোন্নিয়িন সেলভান ছবি নিয়ে ব্যস্ত মণি রত্নম। এই ছবিতে ঐশ্বর্য রাই বচ্চন, চিয়ান বিক্রম, অমিতাভ বচ্চন, অনুষ্কা শেট্টির অভিনয় করার কথা। 

Share this article
click me!

Latest Videos

'আপনার লজ্জা লাগেনা মমতা! ভোটার লিস্টে নাম, জঙ্গিরা দিচ্ছে ভোট' জোর ঠুকলেন Suvendu Adhikari | BJP
'এটাই মমতার প্যাকেজ, সব আছে' নন্দীগ্রামে চরম খিল্লি শুভেন্দুর | Suvendu Adhikari | BJP News | TMC
মেলায় যাওয়ার সময় এইরকম কাণ্ড ঘটবে কেউ ভাবতেই পারেনি! Nadia-এ চাঞ্চল্য | Nadia News Today
'মাননীয়া আপনি রেখা পাত্রের কাছে হারবেন', মমতাকে একহাত নিলেন শুভেন্দু | Suvendu on Mamata
বাড়ছে ক্ষোভ! ভারত মুক্তি দিচ্ছে, Bangladesh কবে ছাড়বে ভারতীয় মৎস্যজীবীদের | Bangla News | Kakdwip