নুসরতের বিয়েতে কী কী করলেন মিমি! অবশেষে সে সব ছবি প্রকাশ্যে

  • বোদরুম শহরে বিয়ে সেরে ঘরে ফিরলেন নুসরত জাহান ও নিখিল জৈন
  • সিক্স সেনস কাপলাঙ্কায় হোটেলে একেবারে রাজকীয় কায়দায় বিয়ে করলেন নুসরত-নিখিল
  • বিয়ের অনুষ্ঠান থেকে যাতে কোনও ছবি বাইরে না বেরিয়ে পড়ে, তার জন্য ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা
  • বিয়ের অতিথিদের লিস্টে টলি পাড়ার থেকে শুধু উপস্থিত ছিলেন মিমি চক্রবর্তী
     
swaralipi dasgupta | Published : Jun 23, 2019 5:00 AM IST / Updated: Jun 23 2019, 10:36 AM IST

বেরিয়ে পড়ে, তার জন্য ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিয়ের অতিথিদের লিস্টে টলি পাড়ার থেকে শুধু উপস্থিত ছিলেন মিমি চক্রবর্তী। 

অবশেষে বোদরুমে বিয়ের আগে মেহেন্দির আসর থেকে দুটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন মিমি। বন্ধুর মেহেন্দি অনুষ্ঠানে মিমি পরেছিলেন একটি হলুদ রংয়ের লেহেঙ্গা। তার সঙ্গে ফুশিয়া আর সোনালির মধ্যে একটি ওড়না ও সোনালি গয়না। মেহেন্দি অনুষ্ঠানের জন্য মিমির সাজ ছিল মানানসই। নুসরত যে তাঁর খুব কাছের বন্ধু তা ছবিতেই স্পষ্ট। আর তাই বন্ধুর বিয়েতে উপস্থিত থাকার জন্য শপথেও যাননি। নুসরত তাঁর ইনস্টাগ্রামে নিখিলের সঙ্গেও ছবি  শেয়ার করেন। 

Latest Videos

 

 

মেহেন্দির পরে বোদরুম থেকে আরও একটি ছবি পোস্ট করেন মিমি। সেখানে তাঁকে নীল রংয়ের স্কার্ফ ও সানগ্লাসে দেখা যাচ্ছে। 

 

 

প্রসঙ্গত, শনিবার গভীর রাতে শহরে ফেরেন নুসরত জাহান ও নিখিল জৈন।  নুসরত পরেছিলেন হালকা গোলাপি রংয়ের একটি শাড়ি। সঙ্গে সিঁথি ভর্তি সিঁদুর, হাতে মেহেন্দি ও চূড়া দেখেই বোঝা যাচ্ছিল নববধূ ফিরছেন।  নিখিল একটি সাদা পাঞ্জাবী পরেছিলেন। 

Share this article
click me!

Latest Videos

Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার | Park Street Christmas | Kolkata News