'তৃণমূলের দয়ায় মুখ্যমন্ত্রী হয়ে যাবেন'! ট্রোলের যোগ্য জবাব দিলেন মিমি চক্রবর্তী

swaralipi dasgupta |  
Published : Jun 28, 2019, 06:13 PM ISTUpdated : Jun 28, 2019, 06:42 PM IST
'তৃণমূলের দয়ায় মুখ্যমন্ত্রী হয়ে যাবেন'! ট্রোলের যোগ্য জবাব দিলেন মিমি চক্রবর্তী

সংক্ষিপ্ত

সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হওয়া তাঁদের কাছে নতুন কিছু নয় বার বার ট্রোলড হয়েও সে সবে কান দেননি মিমি চক্রবর্তী  কিন্তু এবার সোশ্যাল মিডিয়াতেই যোগ্য জবাব দিলেন তিনি

শুক্রবার একটি ছবি পোস্ট করেন মিমি চক্রবর্তী। ছবিতে দেখা যায়, নীল সমুদ্রের সামনে দাঁড়িয়ে রয়েছেন মিমি। ছবির ক্যাপশনে মিমি লেখেন, "আমি তোমায় দেখছি"। এই ছবিতেই অভিনেত্রী তথা মিমির বন্ধু ঋতাভরী চক্রবর্তী একটি কমেন্ট করেন। কমেন্টে লেখেন, "আমি একজন হট মহিলাকে দেখতে পাচ্ছি, যাঁকে আমি ভালোবাসি।" 

 

 

এই কমেন্টের মাঝেই এক ব্যক্তি ঋতাভরীকে ট্যাগ করে লেখেন, "তৃণমূলের দয়াতে তুমিও কিছু দিন পরে মুখ্যমন্ত্রী হয়ে যাবে।" এই কমেন্ট দেখে চুপ থাকতে পারেননি মিমি। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে ট্যাগ করে তিনি লেখেন,"আমি দয়াতে তো আজ পর্যন্ত কিছু করিনি স্যর।" 

মিমির এই তৎপর কমেন্টকেই বাহবা জানিয়েছেন তাঁর ভক্তরা। মিমির এক ভক্ত কমেন্ট করেন," আমিও জলপাইগুড়িতে থাকি। তোমার বড় বোনের সিনিয়র ছিলাম স্কুলে। তুমি আজ যা, সবটা নিজে করেছ। কেউ তোমাকে উপহার দেয়নি। তুমি ভাগ্যে বিশ্বাস করো না। তুমি নিজেই ভাগ্য তৈরি করো। "

অনেকেই আবার এই ধরনের কমেন্টে মিমিকে কান না দেওয়ার পরামর্শ দেন। 

প্রসঙ্গত, এবার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন মিমি চক্রবর্তী। যাদবপুর কেন্দ্রের সাংসদ হিসেবে তিনি সম্প্রতি সংসদে শপথ গ্রহণও করেছেন। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?