এবার কি তবে গেরুয়া শিবিরে মিঠুন-সৌরভ-প্রসেনজিৎ, ব্রিগেড ঘিরে জল্পনা তুঙ্গে

  • বিজেপিতে যোগদান ঘিরে জল্পনা তুঙ্গে
  • ব্রিগেডের মঞ্চে উপস্থিত থাকতে পারেন তিন বাঘা স্টার
  • মিঠুন প্রসেনজিৎ সৌরভের বিজেপি যোগদানের জল্পনা
  • শোমিক ভট্টাচার্যের মন্তব্যে ঝড় বাংলায়

Jayita Chandra | Published : Mar 3, 2021 2:16 AM IST / Updated: Mar 03 2021, 07:47 AM IST

২০২১ বিধানসভা নির্বাচনে একের পরে এক তারকাদের রাজনৈতিক দলের নাম লেখালোর ঘটনা চেন নিত্যনৈমিত্তিক। প্রতিদিনই কোন না কোন ছেলে বেছে নিচ্ছে বিশেষ কোনো রাজনৈতিক রঙ। কেউ রাজনীতি করতেই পাকা হাতে মাঠে নামছেন, কেউ আবার কি পুটলি জনগণের সেবার উদ্দেশ্যে গায়ে মাখছেন দলীয় রং। বেশ কয়েক বছর ধরে রাজনৈতিক দলগুলি টার্গেট করেছে সেলেব মহলকে।

 

বেশ কয়েকবার শোনা গিয়েছিল রাজনৈতিক দলে যোগ দেবার প্রস্তাব পেয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে তিনি এই বিষয় নিজেকে জড়াতে চান না এমনটাই জল্পনা ছড়িয়ে পড়েছিল সর্বত্র। তবে চলতি বছর নির্বাচনের আগে এই প্রসঙ্গ আরো একবার উস্কে দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। 7 ই মার্চ বিজেপির ব্রিগেডে মঞ্চে উপস্থিত থাকতে পারেন দাদা। এর আগে যাচ্ছে পালের সঙ্গে তার বৈঠক সাধনের মনে প্রশ্ন সৃষ্টি করেছিল। তবে এবার মোদির সঙ্গে একই মঞ্চে উপস্থিতিকে উঠছে প্রশ্ন, তবে কি গেরুয়া শিবির কি বেছে নিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

জল্পনা এখানেই শেষ নয়। তালিকায় রয়েছে আরও দুই বড় নাম। মিঠুন চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, টলিউড তথ্য সিনে দুনিয়ায় 2 বাঘা-বাঘা তারকা, তারা অনেকেই উপস্থিত থাকবেন ব্রিগেডের মঞ্চ। মোদির সঙ্গে একই মঞ্চে উপস্থিত থেকে কি বিজেপিতে যোগ দেবেন এই তিন স্টার। এই প্রসঙ্গ সামনে আসতেই বর্তমানে জোর জল্পনা। তবে কি অবশেষে রাজনীতির রং লাগতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মিঠুন চক্রবর্তী ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের গায়ে, বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের মন্তব্যে অন্তত তেমনটাই ইঙ্গিত স্পষ্ট।

Share this article
click me!